মেহজাবিন চৌধুরী জন্ম, পেশা, উচ্চতা, পরিবার তথ্য

মেহজাবীন চৌধুরী ( জন্ম ১৯ এপ্রিল ১৯৯১) বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মেহজাবীন চৌধুরী
মেহজাবিন চৌধুরী
জন্ম ১৯ এপ্রিল ১৯৯১ (বয়স ২৮)

জাতীয়তা বাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
যেখানের শিক্ষার্থী শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়
পেশা মডেলঅভিনেত্রী
কার্যকাল ২০০৯- বর্তমান

প্রাথমিক জীবন


মেহজাবীনের পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবীনের শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। ও লেভেলে পড়াশুনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।

অভিনয় জীবন


লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে।

২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। সম্প্রতি ঈদুল আযহা ২০১৭ -এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বড় ছেলে।

মেহজাবিনের উচ্চতাঃ ৫ফুট ৩ ইঞ্চি

মেহজাবিনের পরিবারঃ তিন বোন দুই ভাইয়ের মধ্যে মেহজাবিন বড় মা-বাবা আছেন।

মেহজাবিন চৌধুরী প্রোফাইল


      

মেহজাবিন চৌধুরীর ফটো


মেহজাবিন চৌধুরীর ফটো

মেহজাবিন চৌধুরী

Leave a Comment

error: Content is protected !!