শুভ জন্মদিন কবি লুৎপেয়ারা ফেরদৌসী

0
311
কবি লুৎপেয়ারা ফেরদৌসী

১৯৬৮ সালে ১৫ ই অক্টোবর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের কালান্দর গ্রামের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন কবি লুৎপেয়ারা ফেরদৌসী। পিতা মোঃ শহীদুল্লাহ ভূঁইয়া ও মাতা হাছিনা বেগমের কোল আলো করে আসেন প্রকৃতিপ্রেমী এই কবি। শিক্ষাজীবন কৃতিত্বের সাথে পার করেন তিনি ।

মেধাবী এই কবি ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে শাহ সুলতান (রঃ)ডিগ্রি মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

অধ্যাপনার পাশাপাশি কবিতা লেখা, সেলাই কাজ করা ও গাছ লাগানোর প্রতি কবির রয়েছে বেশ আকর্ষণ। জাতীয় পত্রিকা ” দৈনিক স্বাধীন বাংলা” তে প্রকাশিত “আত্মজা” কবিতার মাধ্যমে সাহিত্য অঙ্গনে কবির পদচারণা শুরু হয়।

এছাড়া তিনি করোনা পরাজিত যুবরাজ, অনাগত বার্তা ইত্যাদি কবিতা রচনা করেন। গুণী এই কবির আঞ্চলিক কবিতার উপর বেশ দখল রয়েছে। ব্যক্তিজীবনে এক কন্যা সন্তান ও পুত্র সন্তানের জননী কবি লুৎপেয়ারা ফেরদৌসী। প্রকৃতিপ্রেমী, মেধাবী, মানবসেবী এই কবির জন্মদিনে পাঠককুলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

শেখ সায়মন পারভেজ হিমেল
লেখক ও কলামিস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here