নাঠ্যমঞ্চ-নুসরাত তানিশা

নাঠ্যমঞ্চ

নুসরাত তানিশা

সহজ লোকের মতো চলিতে চেয়েছি বারে,বারে
কে চলিতে পারে হায় এই আলোয় আঁধারে
সহজ লোকের মতো কথা বলা!পথ চলা
সহজ লোকের মতো!সকলকে ভালবাসা
কে বুঝিতে চাই মোর প্রাণের আহ্লাদ
কে বুঝিতে চাই এই মনের স্বাদ
সকল লোকের মাঝে বসে আমি
তাদের হৃদয়ে থাকতে চেয়েছি সবসময়।
তারা আমারে ভালোবাসিয়াছে
আসিয়াছে কাছে
অবহেলাও করিয়াছে
যখন ডাকিয়াছি বারে,বারে।
মাঝে, মাঝে মনে হয়
আমি তাহাদের খুব কাছের
হৃদয়ের,
মনের গহীনের।
আবার মাঝে, মাঝে মনে হয়
আমি তাহাদের অবহেলার দেয়াল
ঘৃণার আক্রোশ
উপেক্ষার ভাষা!
ভুলিয়া যেতে চেয়েছি মিছে ভালবাসা
তবুও ভালবাসার চিহ্ন, ধূলো আর কাদা-
মনের কোণে আশা নয়,স্বপ্ন নয়
বোধ হয়ে কাজ করে।
আমি মুক্তি পেতে চাই, হারিয়ে
যেতে চাই, মিথ্যে নাট্যমঞ্চ থেকে!

Leave a Comment

error: Content is protected !!