মাধ্যমিকের শিক্ষার্থীদের দিতে হবে বার্ষিক পরীক্ষা

0
285
মাধ্যমিকের শিক্ষার্থীদের দিতে হবে বার্ষিক পরীক্ষা

ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর।

বুধবার (১৩ অক্টোবর) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করতে হবে।

পরীক্ষা নিতে মানতে হবে যেসব নির্দেশনা :

বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে।

পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বর।

প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ঘন্টা ৩০ মিনিট।

সিলেবাস:

যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ের) দেয়া হয়েছে সে সকল অধ্যায় এবং ১২ সেপ্টেম্বর হতে শ্রেণিকক্ষে যে সকল অধ্যায়ের উপর পাঠদান করা হয়েছে সেটিই ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস।

এছাড়াও ২০২১ শিক্ষাবর্ষে এই পরীক্ষা ব্যতীত অন্য কোন পরীক্ষা নেয়া যাবে না এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here