ফাঁকা বসতঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

বরিশালের হিজলা উপজেলার মেমানীয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক জেলের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ।

বুধবার দিবাগত রাত রাত সাড়ে ১১টার দিকে চর-মেমানীয়া গ্রামের ৮নং ওয়ার্ডের আ. ছত্তার মাতুব্বরের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আ. ছত্তার জানান, দীর্ঘদিন যাবত তার প্রতিবেশী নুরুল হক গাজী, ছেলে সবুজ গাজী ও সুরুজ গাজীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন তিনি মাছ ধরার জন্য নোয়াখালীর আলেকজান্ডার নদীতে ছিলেন।

তার স্ত্রী গুরুতর অসুস্থ থাকায় চিকিৎসার জন্য বরিশালের গৌরনদী উপজেলায় ছিলেন। তিন দিন পর্যন্ত তার ঘর তালাবন্ধ ছিল। এই সুযোগে ফাঁকা ঘরে অভিযুক্তরা আগুন দেন বলে দাবি ভুক্তভোগীর।

তিনি জানান, ঘরটি সম্পূর্ণ ছাই হয়ে গেলেও অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র কোরআন শরীফ।

হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার জানান, অগ্নিসংযোগের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

error: Content is protected !!