ইগো’র আগুনে পুড়ে -আবিদ আউয়াল

ইগো’র আগুনে পুড়ে
আবিদ আউয়াল

প্রাণে অবচেতনের জমি জুড়ে চাষ করে ঢঙ
জীবনের পাতা ওল্টাতে ওল্টাতে হলো ধূলিরঙ

স্মৃতিমগ্ন ধূসর হৃদয় ভেঙে হয় খানখান
দু’পায়ের ফাক দিয়ে দেখি আসমান

গলায় পড়েছি তীব্র যন্ত্রণাকাতর ভুল মালা
পূর্ণচাঁদের জ্যোৎস্না মলমেও নিভে না জ্বালা

মেঘময় ধুলো ওড়ে চারদিকে অভাগা পুরুষ
তীক্ষ্ণ দাঁত-নখ খিঁচিয়ে ধরে তবু ফেরে না হুশ

ছায়াচ্ছন্নতায় ভূত দেখি সর্ষেক্ষেতে স্বস্ত্রীক
টলটলে শিশিরের বুকে পড়ে থাকে ক্লান্ত পথিক

ঘিয়ের প্রদীপ পিষ্ট করে পদতলে বারবার
ইগো’র আগুনে পুড়ে হয়েছি ছারকার

গুহাচিত্রের যুগলবন্দী প্রেমিক-প্রেমিকার মতো
আঁজলা ভরে দুঃখ তুলে হয়েছি আহত।

Leave a Comment

error: Content is protected !!