করোনার টিকা পেতে রেজিস্ট্রেশনের নিয়ম

করোনার টিকা পেতে রেজিস্ট্রেশনের নিয়ম। করোনার সঙ্গে বিশ্বের কেটে গেল পুরো একটি বছর। ১০ কোটির বেশি মানুষ মহামারি করোনায় আক্রান্ত হয়েছে আর মারা গেছে ২১ লাখের ওপরে। শত শত কোটি মানুষের অপেক্ষা আর চাওয়া ছিল এই মহামারি থেকে মুক্তির টিকা পাওয়া।

সেই অপেক্ষার প্রহর শেষ। টিকা উদ্ভাবন হয়েছে। ইউরোপ আমেরিকার দেশগুলোতে মানুষ টিকা নিচ্ছে। আলোর দেখা মিলেছে আমাদের দেশেও। শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। তবে অনলাইনে নিবন্ধন না করলে টিকা পাওয়া যাবে না। তাই প্রথমেই অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য ‘সুরক্ষা’ নামে স্মার্টফোনের জন্য অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করেছে কর্তৃপক্ষ।

সেখানে প্রথমে নিজের পেশার ধরণ, পেশা বাছাই করার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় এই ওয়েবসাইটে তথ্য পূরণ করা যাবে। ওয়েব অ্যাপলিকেশনে নিবন্ধন করতে হলে তাদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

নিবন্ধন করার সময় তার নাম, বয়স, পেশা, এনআইডি নম্বর, ঠিকানা (সিটি কর্পোরেশন/পৌরসভার ওয়ার্ড), যে কেন্দ্রে টিকা নিতে আগ্রহী- সেই কেন্দ্র নির্ধারণ করে দিতে হবে।

স্মার্ট মোবাইল ফোনে ডাউনলোডের পর ফোন নম্বর ও এনআইডি নম্বর দিয়ে ব্যবহারকারীরা অ্যাপে নিজেরা নিবন্ধন করবেন।

>> রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন : https://www.surokkha.gov.bd/

Leave a Comment

error: Content is protected !!