কল্পনায় একাত্তর: এহছানুল হক

কল্পনায় একাত্তর
মো. এহছানুল হক

পশ্চিম পাকিস্তানি দোসরদের যাতাকলে
আমরা বিজয় নিয়েছি তুলে।,
দেখিনি একাত্তর, কল্পনায় থাকবে আমৃত্যু।
বিভীষিকাময় ২৫ মার্চ কালো রাত,
চারিদিকে চিৎকার আর আর্তনাদ।

রাইফেলের বুলেটে বাঙালী জাতিকে
মুছে ফেলার গণহত্যার নীল নকশা।
রক্ত, দগ্ধ ও ধর্ষণের কালো ছোবল,
ভয়ানক দৃশ্য স্বরণে, দেহে উঠে কাঁপন
দেখিনি একাত্তর, কল্পনায় থাকবে আমৃত্যু।

কল্পনায় চোখে ভাসে ফায়ারিং স্কোয়াড,
আমার ভাইদের সারিবদ্ধ দাঁড় করিয়ে
কিছু বুঝার আগেই বৃষ্টির মতো বুলেট,
নিমিষেই মাটিতে লুটিয়ে দেহ রক্তগঙ্গায়।
দেখিনি একাত্তর, কল্পনায় থাকবে আমৃত্যু।

পাঞ্জাবীদের বারুদের গন্ধে মাতাল বাঙালি,
টগবগে রক্ত জ্বলে উঠে বঙ্গবন্ধুর ডাকে,
হায়েনাদের দাঁত ভাঙা জবাব দিতে শুরু করে।
অবশেষে ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ,
দৃশ্যমান হয় মুক্তিকামী মানুষের সপ্নের
লাল-সবুজের পতাকার সোনার বাংলাদেশ।
ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তে ভেজা অর্জিত মানচিত্র
অক্ষুণ্ণ থাকুক চির পবিত্র।
দেখিনি একাত্তর, কল্পনায় থাকবে আমৃত্যু।

Leave a Comment

error: Content is protected !!