জীবনের মানে—এ কে চৌধুরী

জীবনের মানে
এ কে চৌধুরী

জীবন হলো ছুটে চলা সমুদ্রের গতি,
সুন্দর গড়তে জীবন টাকে,
সাবাই স্রষ্টার কাছে করে কত মিনতি ।

এই জীবনে, সবাই সর্বোচ্চ সম্মান আর মর্যাদা চায় ,
কে থাকলো নিচে, কে হলো ছোট ,
তাতে কার কী আসে যায়।

নিজের চিন্তায় মগ্ন সবাই,কে কার খবর রাখে ,
স্বার্থপরতার পরিচয় মিলে,
এই পৃথিবীর আঁকে বাঁকে।

নিজেকে করতে বড়, সবাই অসৎ পথে চলে,
পৃথিবীতে আল্লাহ কোন হিসাব নেয় না বলে।

আল্লাহ যদি নিত হিসাব,পৃথিবীতে,
তাহলে বুঝতাম আমরা জীবনের মানে।

আখিরাতের কথা ভুলে,
করছি ভুল, ভুলটাও জেনে,
এটাই হলো আমাদের বর্তমান জীবনের মানে।

Leave a Comment

error: Content is protected !!