ইউপি নির্বাচনে নান্দাইলে ১১ ইউপিতে নৌকা প্রার্থী ৭০ জন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচন নান্দাইলে জমে উঠেছে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও মাঠে জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আগামী ৫ম ধাপে নান্দাইলে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।

উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে নৌকার মনোনয়ন পেতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তদবির শুরু করে দিয়েছে।

সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যার্শীরা ব্যাপক পোষ্টারিং করে রাস্তা ঘাটে ছেয়ে দিয়েছে। আবার কেউ কেউ দিন রাত মতবিনিময়, শোভাযাত্রা, শোডাউন ও প্রচারণায় ব্যস্থ সময় কাটাচ্ছে। গ্রাম গঞ্জের বাজার ও রাস্তারর পাশে চায়ের দোকানগুলোতে চলছে তর্ক বিতর্ক। কে নৌকার মনোনয়ন পাবে কে হারবে কে জিতবে এসব নিয়ে চলছে সমীকরণ।

খোঁজ নিয়ে জানা গেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা ১১ টি ইউনিয়নে আওয়ামীলীগের ৭০ জনের মত প্রার্থী চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যার্শী। তার মধ্যে বর্তমান চেয়ারম্যান ও রয়েছে ১০ জন। তাছাড়া বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুন মেধাবী নেতাদের ও প্রার্থী হতে দেখা গেছে।

১১ টি ইউনিয়নের আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যার্শীরা হলেন-

২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন: আবু বক্কর ছিদ্দিক,তাছলিমা আক্তার শিউলী, হাফেজ আজিজুল ইসলাম, এডভোকেট শেখ খায়রুল ইসলাম, মোনায়েম খান, আজিজুর রহমান কবির, বাবুল সরকার, জামাল উদ্দিন আকন্দ।

৩নং নান্দাইল ইউনিয়ন: আনোয়ারুল হক, মোজাম্মেল হক বাচ্চু, সাইদুর রহমান, হাতেম আলী, মোশারফ হোসেন কাজল, মোস্তাফিজুর রহমান রিপন, ফারুক মিয়া।

৪নং চন্ডিপাশা ইউনিয়ন: মো.এমদাদুল হক ভূঁইয়া, শাহাব উদ্দিন ভূঁইয়া, ইফতেকার উদ্দিন ভূঁইয়া খুররম, নাজমুল হক মাসুম, নজরুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুল হাসান রয়েল, নূর মোহাম্মদ লিটন।

৫ নং গাংগাইল ইউনিয়ন: সৈয়দ আশরাফুজ্জামান খোকন, এডভোকেট আসাদুজ্জামান নয়ন, রফিকুল ইসলাম রফিক, মাহবুবুর রহমান বাচ্চু, জাকির হোসেন চঞ্চল, আব্দুল হাকিম, আবু সিদ্দিক, আমিনুল ইসলাম।

৬নং রাজগাতি ইউনিয়ন: মোঃ আব্দুর রউফ বাবলু, আনোয়ার হোসেন, শাহাদাত কবির টুটন, উবায়দুর রহমান ভূইঁয়া পাবেল।

৭নং মুসুল্লি ইউনিয়ন: ইফতেকার উদ্দিন ভূইঁয়া বিপ্লব, আহসান কবির খান কচি, আব্দুল কাদির, মো.হাবিবুর রহমান বাচ্চু, মো.আব্দুল লতিফ মাষ্টার, মোমতাজ উদ্দিন মুকুল।

৮ নং সিংরইল ইউনিয়ন: মো,সাইফুল ইসলাম, মো. সাইদুর রহমান, মো.শফিকুল ইসলাম ফিরোজ, টিপু সুলতান, আল আমিন।

৯নং আচারগাঁও ইউনিয়ন: মোফাজ্জল হোসেন ভূইঁয়া কাইয়ুম, রফিকুল ইসলাম রেনু, মো,হাসিম উদ্দিন ভূইঁয়া, মো.আবদুল খালেক, খাদেমুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন চাঁন মিয়া, মো.খাইরুল ইসলাম, আবু হানিফা মাসুদ।

১০ নং শেরপুর ইউনিয়ন: মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া মিল্টন, মো.বজলুর রহমান বজলু, মো.সুরুজ আলী আকন্দ, আবদুল মোতালিব, মো.মহসিন

১১ নং খারুয়া ইউনিয়ন: মো. কামরুল হাসনাত ভূইঁয়া মিন্টু, সোহরাব উদ্দিন, মানিক সরকার, শরীফ উদ্দিন ভূঁইয়া, ওয়াজিদ মিয়া।

১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন: মোহাম্মদ আলী, মো.কামাল উদ্দিন মন্ডল, মো.ছানাউল্লাহ্, মাহমুদুল হাসান, মো.কামাল উদ্দিন মন্ডল, মো.গোলাম কিবরিয়া, জহিরুল ইসলাম মানিক।

নান্দাইল উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক শরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, যারা যোগ্যসম্পন্ন যাদের রাজনৈতিক ক্যারিয়ার ভাল তাদের ব্যাপারে আমারা আন্তরিক। আমরা বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা করে কিছু নামও তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে তালিকা করেছি।

নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখরুজ্জামান বলেন, আসলে তফসিল ঘোষণার পরেই জানা যাবে নির্বাচন কোন ধাপে হচ্ছে। নির্বাচনের ঘোষণা যখনই আসুক সমস্যা নেই। আমরা নির্বাচনের সকল রকম প্রস্তুতি নিয়ে রেখেছি।

1 thought on “ইউপি নির্বাচনে নান্দাইলে ১১ ইউপিতে নৌকা প্রার্থী ৭০ জন”

Leave a Comment

error: Content is protected !!