পূর্ণিমা বঙ্গমাতা হতে যাচ্ছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন তিনি।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘এটা একটা ঐতিহাসিক চরিত্র। তবে এখানে আমার উপস্থিত খুবই কম পরিসরে। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এখানে আমাকে ইয়ং বয়সে দেখা যাবে।’

এদিকে চিরঞ্জীব মুজিব’ নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। এতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আহমেদ রুবেলকে।
জানা গেছে, ছবির বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে যত আয় হবে তা পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে।

হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

Leave a Comment

error: Content is protected !!