প্রকৃত ভালোবাসা বুঝে না এই যুগের কৃষ্ণ রাধা -সোহানুর রহমান সোহান

প্রকৃত ভালোবাসা বুঝে না এই যুগের কৃষ্ণ রাধা
সোহানুর রহমান সোহান

আবেগে প্রেম হয়
যায় না ঘর বাধা
বুঝেনা তো,
এই যুগের ডিজিটাল
কৃষ্ণ আর রাধা।
কামরস ফুরিয়ে গেলে চলে যায়
প্রেমিকা তোমার রূপের যত
ধাঁধা।
রুমালে লিখে না কেউ
এখন আর ভুলো না আমায়
ভালোবাসী তোমায়
ফেইজবুক আর মেসেঞ্জারে চলে
সারা রাত প্রেমের রঙ্গলিলা
প্রকৃত প্রেম বুঝে না
এই যুগের কৃষ্ণ আর রাধা
সুন্দর এই জীবনে
খেলা করে
দিন শেষে
সুন্দরী রমনী
চলে যায় গো
প্রেমিক দাদা
বুঝে শুনে সবিয়
তোমার মন
যেন সারা জীবনে
সেই তোমার হয় গো
রমণী
তোমার আপন
তোমার ভালোবাসার
ঘর ভেঙ্গে সেই যেন
কখনো না হয় পর।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Leave a Comment

error: Content is protected !!