এক নজরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ

এক নজরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ। দলের এক বা একাধিক অঙ্গ সংগঠন থাকতে পারে। এই সকল অংগ সংগঠনের নিজস্ব ঘোষনাপত্র, গঠনতন্ত্র, পতাকা ও কার্যালয় থাকবে এবং এই সকল অংগ সংগঠন মূল দলের শৃংখলার আওতাধীন থাকবে।

দলের চেয়ারম্যান শৃংখলা ভংগের জন্য কিংবা সংগঠন পরিপন্থী কর্মকান্ডের জন্য কিংবা অসদাচরণের জন্য যে কোন সময় অংগ সংগঠনের কর্মকর্তা বা সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং সংগঠন থেকে তাঁকে বহিস্কার করতে কিংবা সাময়িকভাবে সংগঠনের সদস্য পদ স্থগিত করতে কিংবা তিরস্কার করতে নির্দেশ বা পরামর্শ দিতে পারবেন।

অংগ সংগঠন হিসাবে দলের চেয়ারম্যানের অনুমোদন না পাওয়া পর্যন্ত কোন সংগঠন জাতীয়তাবাদী দলের অংগ সংগঠন হিসাবে বিবেচিত হবে না। অনুমোদনের তারিখ হতে অংগ সংগঠনের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। দলের জাতীয় নির্বাহী কমিটিতে প্রত্যেক অংগ সংগঠন সম্পর্কিত একজন সম্পাদক থাকবে।

দলের কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করাই হবে অংগ সংগঠনের মুখ্য উদ্দেশ্য এবং এ উদ্দেশ্যে নিজ নিজ ক্ষেত্রে দলের প্রভাব বিস্তার কিংবা দলের নীতির প্রসার করার উদ্দেশ্যে এ সংগঠন তাদের নিজস্ব কর্মসূচী প্রনয়ণ করবে। তবে অংগ সংগঠন সমুহের ঘোষনাপত্র, গঠনতন্ত্র এবং পতাকা চেয়ারম্যান কর্তৃক পূর্বেই অনুমোদিত হতে হবে এবং যদি কোন অঙ্গ সংগঠন তাদের ঘোষনাপত্র, গঠনতন্ত্র বা পতাকার কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করতে চায় তাহলে চেয়ারম্যানের পূর্বানুমোদন ছাড়া তার কোনটাই কার্যকর করা যাবে না।

দল অংগ সংগঠনের এ সকল কর্মসূচী বাস্তবায়নে তাদের সক্রিয়ভাবে সাহায্য করবে। এ পর্যন্ত যে সমস্ত সংগঠন দলের চেয়ারম্যানের অনুমোদন পেয়ে অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি পেয়েছে, তারা হচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল

অধ্যক্ষ সোহরাব উদ্দিন সাবেক এমপি – সভাপতি
এড. ফজলুর রহমান – সিনিয়র সহ-সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল প্রতিষ্ঠা: ২৭ অক্টোবর ১৯৭৮

সাইফুল ইসলাম নিরব – সভাপতি
মুর্ত্তাজুল করিম বাদরু – সিনিয়র সহ-সভাপতি
সুলতান সালাহউদ্দিন টুকু – সাধারণ সম্পাদক
নুরুল ইসলাম নয়ন – যুগ্ন সাধারণ সম্পাদক
মামুন হাসান – সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল – প্রতিষ্ঠা: ৯ সেপ্টেম্বর ১৯৭৮

নূরে আরা  সাফা – সভাপতি
রাবেয়া সিরাজ – সহ-সভাপতি
শিরিন সুলতানা – সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা – প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর ১৯৭৮

এম. এ. মালেক – সভাপতি
আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্ল – সিনিয়র সহ-সভাপতি
মনির খান – সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

শফিউল বারী বাবু – সভাপতি
মোস্তাফিজুর রহমান – সিনিয়র সহ-সভাপতি
গোলাম সারওয়ার – সহ-সভাপতি
আবদুল কাদের ভূঁইয়া জুয়েল – সাধারণ সম্পাদক
সাইফুল ইসলাম ফিরোজ – যুগ্ন সাধারণ সম্পাদক
সাদরাজ্জামান – যুগ্ন সাধারণ সম্পাদক
ইয়াসিন আলী – সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল – প্রতিষ্ঠা: ১১ ডিসেম্বর ১৯৮০

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল – প্রতিষ্ঠা: ১৯ ফেব্রুয়ারি ১৯৮০

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল – প্রতিষ্ঠা: ৩০ সেপ্টেম্বর ১৯৭৯

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল – প্রতিষ্ঠা: ২৯ ফেব্রুয়ারি ১৯৭৯

আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব – সভাপতি
মিলন মেহেদী – সাধারণ সম্পাদক
আবদুল আওয়াল খান – সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল – প্রতিষ্ঠা: ১ জানুয়ারি ১৯৭৯

রাজিব আহসান – সভাপতি

মামুনুর রশিদ মামুন – সিনিয়র সহ-সভাপতি

মো: আকরামুল হাসান – সাধারণ সম্পাদক

ইসহাক সরকার – সাংগঠনিক সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল – প্রতিষ্ঠা: ৩ মে ১৯৭৯

নজরুল ইসলাম খান – সভাপতি

মজিবর রহমান সারওয়ার – সিনিয়র সহ-সভাপতি

মো: জাফরুল হাসান – সাধারণ সম্পাদক

Leave a Comment

error: Content is protected !!