“ভাল্লাগে না”—আতাউর রহমান

“ভাল্লাগে না” 

স্বরচিত-আতাউর রহমান

আব্বু আম্মু সবাই শুধু,
পড়তে আমায় কয়।

শুধু শুধু পড়ালেখা,
আর কি বল সয় ?
ভাল্লাগে না যখন আমার,
খেলতে মনে হয়।

মা মনিটা তখন আমায়,
পড়তে কেন কয় ?
হঠাৎ যদি ফাঁকি দিয়ে,
খেলতে চলে যাই।

খেলা থেকে ফিরে এসে,
আমি মায়ের বকা খাই।
মায়ের বকা খেয়ে ভাবি,
ছেড়ে দেব খেলা।

খেলা ছেড়ে কিন্তু আমার,
কাটবে কেমনে বেলা।

Leave a Comment

error: Content is protected !!