মানুষের গান- জি সি দেবনাথ

মানুষের গান
জি সি দেবনাথ

মানুষেরে চিনো না তুমি, ধর্ম চিনবে কিসে?
দেহের মাঝেই আছেন আল্লাহ্, ঈশ্বর আছেন মিশে।
মানুষেরে ভালোবাসো,বয়ান করো পরে,
তবেই তুমি থাকতে পারো সবার ‘পরে।

কি জবাব দিবে তুমি আগামীর কাছে,
সূর্য যদি না ওঠে কাল, চাঁদ যদি না বাঁচে।

নদীতে ঢেউ না ওঠে,কাশবন না হাসে,
দিগন্ত যদি মিলায় গিয়ে, বৃষ্টি নাহি আসে?
মনে আছে ক’দিন আগের কথা!
আমির বন্ধুর মৃত্যুতে কেঁদেছিলো পুরো দেশ,
জয় হয়েছিলো বন্ধুত্বের সেথা।

তবে আজ কেন এ অঘটন !
একদিন হবেই তা উদঘাটন।

আমরা ক’টা মানুষই ভাই তোমাদের মাঝে
দেশ এনেছি যুদ্ধ করে দু’জন-দু’জনে মিলে,
আজ কেন তব সাম্প্রদায়িক বেসুরো গান বাজে?
সূর্য সন্তানেরা ভাবেনি কভু এমন হবে প্রতিদান,
খর্ব করেছো তোমরা ওগো তাঁদের প্রাপ্য সম্মান।

Leave a Comment

error: Content is protected !!