মিথিলার, বয়স, প্রেমিক, ভিডিও, ফটো, কন্যা, শিক্ষা

রাফিয়াত রশিদ মিথিলা (জন্মঃ ২৫ মে ১৯৮৪) যিনি মিথিলা নামেই বেশি পরিচিত) হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। অন্যদিকে তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি তার কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়নকর্মী হিসাবে।

শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসাবে যোগদান করেন এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টে কাজ করেন। একবছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবেও কাজ করেন।

তিনি গান শিখেছেন হিন্দোল সংগীত একাডেমিতে, নাচ শিখেছেন বেণুকা ললিতকলা একাডেমিতে, আর অভিনয় শিখেছেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে।

রাফিয়াত রশিদ মিথিলা
Rafiath Rashid Mithila
নাম রাফিয়াত রশিদ মিথিলা
জন্ম ২৫ মে ১৯৮৪
বাসস্থান ঢাকা, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশী
মাতৃশিক্ষায়তন
লিটল জুয়েলস স্কুল
পেশা অভিনেত্রী, মডেল
উল্লেখযোগ্য কাজ
কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, শিক্ষিকা
পরিচিতি অভিনয়
স্বামী
তাহসান রহমান খান
সন্তান আইরা তাহরিম খান
পুরস্কার মেরিল প্রথম আলো
সোশ্যাল মিডিয়া ফেইসবুকইনস্টাগ্রাম

প্রাথমিক জীবন


তিনি পরিবারের বড় মেয়ে ছিলেন। চার ভাই বোন এর মধ্যে তিনি বড়।

শিক্ষাজীবন


তিনি প্রথম ভর্তি হন লিটল জুয়েলস স্কুলে। এরপর তিনি ভর্তি হন ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজে। এখান থেকেই এসএসসি ও এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছেন। এরপর তিনি আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য গমন করেন। তিনি সম্প্রতি দ্বিতীয় মাস্টার্স করেছেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে। সেখানে তিনি সাফল্যের সাথে স্বর্ণপদক পেয়েছেন সর্বোচ্চ নম্বর পেয়ে।

বিতর্ক


২০১৯ সালের নভেম্বরে মিথিলার সাথে নাট্য পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে প্রকাশিত হয় এবং নিমিষেই তা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

মিথিলা ও ইফতেখার আহমেদ ফাহমি
মিথিলা ও ইফতেখার আহমেদ ফাহমি

শিক্ষাজীবন


তিনি প্রথম ভর্তি হন লিটল জুয়েলস স্কুলে। এরপর তিনি ভর্তি হন ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজে। এখান থেকেই এসএসসি ও এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছেন। এরপর তিনি আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য গমন করেন। তিনি সম্প্রতি দ্বিতীয় মাস্টার্স করেছেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে। সেখানে তিনি সাফল্যের সাথে স্বর্ণপদক পেয়েছেন সর্বোচ্চ নম্বর পেয়ে।

কর্মজীবন


তিনি স্কলাস্টিকা স্কুল এবং নর্দান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন।

ব্যক্তিগত জীবন


তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

চলচ্চিত্র তালিকা


নাটক
  • মধুরেণ সমাপয়েত
  • শুনছেন একজন রেডিও জকির গল্প
  • হাউসফুল
  • কিংকর্তব্যবিমূঢ়
  • ঘুম
  • এক্স-ফ্যাক্টর
  • ছাইয়্যা ছাইয়্যা
  • প্রমিজ
  • মিস্টার এন্ড মিসেস
  • একজন বস এবং ওরা দুজন
  • তোর জন্য প্রিয়তা
  • নুনের মতো ভালোবাসা
  • দেনমোহর
  • প্রুফ রিডার
  • কনেপক্ষ
  • হি এন্ড শি
  • আমার গল্পে তুমি
  • অনিকেত ভালোবাসা
  • এই জীবন
  • ধান্ধা
  • বাহুলতা
  • অনুরাধাকে বলা হলো না
  • হিট উইকেট
  • সময় চুরি
  • ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম

বিজ্ঞাপন


      • জুঁই নারিকেল তেল
      • আফতাব গুঁড়া মসলা
      • ক্লোজ আপ টুথপেস্ট
      • রবি মোবাইল অপারেটর
      • মেরিল পেট্রোলিয়াম জেলি
      • সোহাগ বাস সার্ভিস

উপস্থাপনা


    • ভালোবাসার গল্প
    • ঈদ আনন্দে সুরের ছন্দে
    • হানিমুন

1 thought on “মিথিলার, বয়স, প্রেমিক, ভিডিও, ফটো, কন্যা, শিক্ষা”

Leave a Comment

error: Content is protected !!