মাসআলা: শাব্দিক অর্থে কোন বিষয় সম্পর্কে জানতে চাওয়া বা প্রশ্ন করা। সাধারণত: কুরআন হাদীসের নির্দিষ্ট কোন একটি বিষয়কে মাসআলা বলা হয়-যে বিষয়টি সাধরণত: মানুষের জানার প্রয়োজন। এর বহু বচন মাসায়েল। যেমন, সালাতের মাসআলা, ওযুর মাসআলা, কুরবানীর মাসআলা ইত্যাদি।
ইমাম, ফকীহ, আলেম, শরীয়তের গবেষক ও পণ্ডিতগণ কুরআন-হাদীস থেকে অনুসন্ধান করে সহজবদ্ধ করে ফিকহের কিতাবে ইসলামের বিভিন্ন মাসআলা লিপিবদ্ধ করেছেন। এগুলো পড়ে আমরা ইসলাম সম্পর্কে সহজে জ্ঞানার্জন করতে পারি।
এগুলোকে ফিকহের কিতাব বা ফতোয়ার কিতাব বলা হয়। এছাড়াও ইসলাম সম্পর্কে লিখিত বিভিন্ন বইয়ে মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা থাকে।