মুক্তমনা লেখক রুহুল আমিনের কবিতা ‘অঝোরে’

অঝোরে
কলমেঃ- রুহুল আমিন

ভুলতে পারিনা তাই জানতে ইচ্ছা
কেমন আছ তুমি?
পথ হারিয়ে হারিয়ে গোধূলি লগ্নে
দীর্ঘ নিঃশ্বাস ফেলি।

তপস্যার ধ্যানে শত আহ্বানে
হাহাকার করে বুক,
তুমি জানতে চেওনা কিসের অপেক্ষায়
কারো হারানো মুখ।

যে রাতের তারায় দিয়েছে সাক্ষী
ঐ চোখের জল;
হাঁক দিয়ে এসে নীভাল মোমের বাতি
হৃদয় ছোঁয়ায় উতরল।

শূন্য ঘরে ফাঁপিয়ে উঠে ঐ চোখের জল
নির্ভীক প্রাণে ঝলসিয়ে যায় চোখ ;
তোমাকে দেখার ইচ্ছা
হৃদয়ে জাগে মনে মনে।

তীর ভাঙ্গা ঢেউ যেন বার বার আঘাত করে
রক্ত মাখানো দৃষ্টি নিয়ে,
মনের পাপিয়া জরিয়ে বক্ষে কাতর বেদনায়
অবস দেহে লুটিয়ে পরে।

আমার সাধনার সম্বল হারিয়ে যায়
ঝঁজরা পরা বক্ষে;
স্মৃতিটাকে ধরে রেখেই ভাবছি আমি
তোমার নয়নপাতের কক্ষে।

হারিয়ে যাও তুমি ব্যথায় ব্যথিত হয়ে
নিভিয়ে যেওনা দৃষ্টির অগোচরে,
শ্বাশত্ব হউক তোমার মহাকাল
নিথর মুষ্টির নিখিলে।

Leave a Comment

error: Content is protected !!