বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা এভলিন শর্মা!

0
273
বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা এভলিন শর্মা!

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী এভলিন শর্মা। দুই মাস আগে এভলিন অস্ট্রেলিয়াভিত্তিক ডেন্টাল সার্জন ডা. তুশান বিন্দিকে বিয়ে করেন। এখন তাঁরা প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গত ১৫ মে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করেন এভলিন ও তুশান। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেত্রী ভারতের একটি শীর্ষ দৈনিককে জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি তিনি। উৎফুল্ল তুশানও। এভলিন এ খবরকে ‘সেরা উপহার’ হিসেবে বর্ণনা করেছেন। আগামীকাল ১২ জুলাই এভলিনের জন্মদিন।

এভলিন আরও জানিয়েছেন, তাঁদের সন্তান জন্ম নেবে অস্ট্রেলিয়ায়। এখন এ দম্পতি সেখানেই বসবাস করছেন।

এভলিন ও তুশানের প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে। তাঁদের দেখা হয় দুজনের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। ২০১৯ সালে এ যুগল বাগদান সারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here