অমর একুশ -আতাউর রহমান

0
278
অমর একুশ -আতাউর রহমান

অমর একুশ
আতাউর রহমান

আমি গর্বিত,কারন –
বাংলা ভাষায় কথা বলি।
বাংলার আমার মায়ের বুলি
রাষ্ট্র ভাষা বাংলা চাই।

বাংলা মায়ের দামাল ছেলেরা
দিয়েছে ভাষায় প্রান।
জীবন দ্বীপ্ত প্রাপ্তি মোদের
মায়ের ভাষার মান।

একুশ আমার আত্বহংকার
রফিক, বরকত, জব্বার।
শ্রদ্ধানুভরে স্বরন করি
অমর একুশে ফেব্রুয়ারি।

স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
আমরা স্বরন করি তাই।
অমর একুশে ফেব্রুয়ারি
আমরা কভু ভুলিতে পারি!

লও লও লও সালাম
আজন্ম লালিত ভালবাসা।
সকল ভাষা শহীদের প্রতি
অজস্র বিনয়ী বিনম্র শ্রদ্ধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here