অস্কার ২০২০

0
910
অস্কার ২০২০

আফজালুর ফেরদৌস রুমনঃ এককথায় বলতে গেলে এই বছর অস্কার মঞ্চে ইতিহাস রচনা করেছে কোরিয়ান সিনেমা ‘প্যারাসাইট’। সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম, সেরা অরিজিনাল স্ক্রিনপ্লের পুরস্কারটি ঘরে তুলেছে ‘প্যারাসাইট’।

অস্কারের ইতিহাসে প্রথম কোন ফরেন ল্যাংগুয়েজের সিনেমা এই পুরস্কার পেলো। প্রথম কোন কোরিয়ান সিনেমার বেস্ট পিকচারের পুরস্কার ঘরে তুললো। এছাড়া সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা ব্র‍্যাড পিট এতো বছর পরে অভিনেতা হিসেবে জীবনের প্রথম অস্কার পুরস্কার জিতেছেন।

লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯২তম অস্কার পুরস্কারের আসর । সারা পৃথিবীর চলচ্চিত্রমোদী দর্শকের চোখ থাকে অস্কার পুরস্কার আসরের দিকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই পুরস্কারের আসর বসে। প্রতি বছরের মতো এবছরও কয়েকটি সিনেমা ঘিরে দর্শক ও হলিউড ফ্যানেদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে।

সেই তালিকায় ছিল ‘জোকার’, ‘প্যারাসাইট’, ‘ম্যারেজ স্টোরি’, ‘ফোর্ড ভার্সেস ফেরারি’, ‘লিটল উইমেন’, ‘জোজো রাবিট’, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’, ‘১৯১৭’ এবং ‘দ্য আইরিশম্যান’। একনজরে দেখা নেয়া যাক এবছরের পুরস্কার প্রাপ্তদের নাম।

*সেরা চলচ্চিত্র: প্যারাসাইট
*সেরা পরিচালক: বং জুন হো (প্যারাসাইট)
*সেরা অভিনেতা: হোয়াকিন ফিনিক্স (জোকার)
*সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি: জুডি গারল্যান্ড)
*সেরা সহ-অভিনেতা: ব্রাড পিট (ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড: ক্লিফ বুথ)
*সেরা সহ-অভিনেত্রী: লরা ডর্ন (ম্যারিজ স্টোরি: নোরা ফ্যানশ)
*সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম : প্যারাসাইট (সাউথ কোরিয়া, কোরিয়ান)
*সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে: প্যারাসাইট (বং জুন হো, হান জিন ওন)
*সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: জোজো র‍্যাবিট (তাইকা ওয়াইতিতি)
*সেরা ফিল্ম এডিটিং: ফোর্ড ভার্সেস ফেরারি
*সেরা অরিজিনাল স্কোর: হিলদুর গনাডত্যুর (জোকার)
*সেরা অরিজিনাল সং: (আই অ্যাম গোনা) লাভ মি এগেইন: কেটম্যান
*সেরা সাউন্ড এডিটিং: ফোর্ড ভার্সেস ফেরারি
*সেরা সিনেমাটোগ্রাফি: রজার ডিকিনস (১৯১৭)
*সেরা সাউন্ড মিক্সিং: ১৯১৭
*সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ১৯১৭
*সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: টয় স্টোরি ৪
*সেরা প্রোডাকশন ডিজাইন: ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড
*সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: বোম্বশেল
*সেরা কস্টিউম ডিজাইন: লিটল উইম্যান
*সেরা ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট): লার্নিং টু স্কেটবোর্ড ইন এ ওয়ারজোন
*সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য নেইবরস উইন্ডো
*সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: হেয়ার লাভ
*সেরা ডকুমেন্টারি ফিচার: অ্যামেরিকান ফ্যাক্টরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here