আত্মপ্রকাশ-মোঃ ফিরোজ খান

0
983
আত্মপ্রকাশ-মোঃ ফিরোজ খান

আত্মপ্রকাশ
মোঃ ফিরোজ খান

বহিঃশত্রুকে মেরেছি আমরা হে মহতীগণ
ভেতরে রয়ে গেছে শত্রু তারচেয়ে ভীষণ
জ্ঞান ও বুদ্ধি দিয়ে যায় না কো তাকে মারা
অদৃশ্য সিংহ কি খরগোশের ফাঁদে দেয় ধরা!।

সে-তো আত্মা!দোযখ,যেন এক বিশাল অজগর
শত সমুদ্রের জল খেয়েও সে তৃষ্ণার্ত কলেবর
সুখের তরীতে ভেসে চলছি আমরা দুজনে
শতভাগ কষ্টে মিলেমিশে থাকবো ভুবনে।

প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই
তুমি আমার আর আমি আছি তোমার মাঝে
একজন আরেকজনের মাঝে থাকবো লুকিয়ে
গহীন অরণ‍্যে বুকের গভীরে থেকো ঘুমিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here