ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এস.এম ইমরান

0
162
এস.এম ইমরান

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এস.এম ইমরান। আসসলামু আলাইকুম। সমস্ত প্রসংশা মহান আল্লাহ তায়ালার নিকট ও দুরুদ প্রিয় নবী মুহাম্মদ (সা) উনার উপর। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা সকলকেই জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।

মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ তিনি মুসলামানদের কে এমন একটি উৎসবের ব্যাবস্থা প্রিয় নবী হযরত মুহাম্মদ (স) এর মাধ্যমে করে দিয়েছেন, যার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

আল্লাহ রব্বুল আলামিন কী আমাদের কোরবানীকৃত পশু দেখেন ?? ওনি দেখেন বান্দার নিয়ত, তার ইচ্ছা ও তার উদ্দেশ্য কোন কারনে সে পশু কোরবানি করছে।
আর এই ঈদুল আজহার মাধ্যমে পৃথিবীতে সৃষ্টি হয় ভ্রাতৃত্বের অনন্য নজির।
যা অন্য কোন দিন অথবা অন্যকোন জাতি গুস্টি এমন ভাতৃত্ববোধ দেখাতে পারবে না।
পবিত্র ঈদুল আজহার দিনে সামর্থবান মুসলমানেরা পশু কোরবানী করে থাকে।

আর সেই কোরবানীকৃত পশুর গোস্ত মুসলিমরা তিনটি ভাগে ভাগ করে, এক অংশ নিজে গিয়ে দরিদ্রদের বাড়িতে ও এক অংশ প্রতেবেশী আত্মিয়স্বজনদের বাড়িতে ও এক অংশ নিজেদের খাওয়ার জন্য রাখে।

এতে করে মানুষে মানুষে যেমন হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। তেমনি ভাবে যারা দরিদ্র তাদের গোস্ত খাওয়ার মধ্যমে আমিষের ঘাটতি পুরন হয়।
সর্বোপরি বলা যায় যে ঈদুল আজহা পৃথিবীবাসির জন্য
আল্লাহ তায়ালার পক্ষ থেকে
উপহার স্বরুপ।

এস.এম ইমরান
শিক্ষার্থী ফাজিল ২ম বর্ষ
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়।

Add

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here