সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সফিউল্লাহ ফুআদ

0
133
সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সফিউল্লাহ ফুআদ

সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সফিউল্লাহ ফুআদ। হাসি-কান্না, সুখ-দুঃখ নিয়েই পরিবার সমাজ। বিশেষ করে কোন মুসলমানের জন্য তার জিবনে দুঃখ,কষ্ট থাকা। কোন কারনে নেমে আসাটা খুবই সাধারণ একটা বিষয়। এটাই আল্লাহ তা’আলার দুনিয়ার নিজাম (শৃঙ্খলা)।

যেহেতু দুনিয়া পরকালের পাথেয় সংগ্রহের একটা ফসলী জমির মতন, তাই তা আবাদে কিছু বাধা-বিপত্তি আসতেই পারে।

প্রতি বছর ঘুরে ঈদ আসে মুসলিমরা দুঃখগুলো ভুলে যেতে। পারষ্পরিক সম্প্রীতি চাঙ্গা করতে। ঐক্যের বীজ বপন করতে। যে কারনে মসজিদের ভিতরের তুলনায় বাহিরে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা একটা বিশেষ সুন্নাহ। এই দিনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দে দিন কাটাবে। পিছনের দুঃখ, গ্লানি ভুলে যাবে। ঈদগাহে যে কেউ আসতে পারে নিজ নিজ নীতি ঠিক রেখে, যেন মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি ঠিক থাকে। সবাই সাধ্যানুযায়ী নতুন বা পরিষ্কার পোষাক পরিধান করবে।

ঈদের দিন আল্লাহর মেহমানদারির দিন। পৃথিবীর সকল মানুষ এই দিনের মেহমান হতে পারে। বিশেষ করে সকল মুসলিমই এই দিনে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদারীতে বিশ্বের সকল মুসলিমরা অংশ্রগহন করুন। দুঃখ, কষ্ট ভুলে সবাই ঈদের আনন্দ উপভোগ করুক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে, কানাচে। এই কামনায় সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা- ঈদ মুবারক।

শুভেচ্ছান্তে
মুফতি সফিউল্লাহ ফুআদ
খতিব – বাইতুল ফালাহ জামে মসজিদ
ধামদী, ঈশ্বরগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here