উন্মুক্ত প্রান্তর চাই -আবুল মনসুর খান

0
74

উন্মুক্ত প্রান্তর চাই
-আবুল মনসুর খান

একটি উন্মুক্ত প্রান্তর চাই
সুযোগ থাকবে অবারিত
যার প্রতিভা যতটুকু তা দিয়েই
করবে প্রাঙ্গণ সুবাসিত।

সেখানে কেউ কারও প্রতিপক্ষ নয়
কেউ নয় নস্যি
সবাই চাইলে সুযোগ পাবে
কম আর বেশি।

বিকশিত হবে মনের প্রান্তর
খুলে যাবে চর্চার মাঠ
মানদন্ডে সবার একই নাম
যেন পুষ্পে বাঁধা পথ ঘাট।

কারও পছন্দে কোন প্রাধিকার নয়
ঈর্ষায় কেউ যেন বাদ না পড়ে
অবারিত থাকবে চর্চার মাঠ
যে কেউ যেন আসতে পারে।

কেউ নিজের পছন্দে সাজায় পসরা
অপছন্দ হলেই বাঁশ
অন্যের গুণাগুণ যতই থাকুক
করুক জ্ঞানের চাষ।

সুযোগ পেয়েছি কাব্য রচিব
আমি পেয়েছি দাম
এ সুযোগে ভবিষ্যত গুচাবো
যতই বলুক দুর্নাম।

মানুষ ভাল, লিখেও ভাল কিন্তু
আমায় করে না কুর্ণিশ
কী করে তাকে বাঁশ দেয়া যায়
মনে থাকে অহর্নিশ।

এমন বিচারকের প্রাধিকার রোধে
হোক সাম্যের চাষ
উন্মুক্ত প্রান্তরে জাগ্রত জনতার
চর্চা হবে বারো মাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here