এক কেন্দ্রে নৌকায় ৩ ভোট!

0
207
ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

এক কেন্দ্রে নৌকায় ৩ ভোট! ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বল্প নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম খন্দকার ভোট পেয়েছেন মাত্র ৩টি। এ ব্যাপারে বিভিন্ন মহলে চলছে মুখরোচক আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনাকীর্ণ বিভিন্ন স্থানে আলোচনায় স্থান পেয়েছে নৌকা প্রতীকে মাত্র ৩ ভোট পাওয়ার বিষয়টি।

জানা যায়, ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মোটরসাইকেল প্রতীকে ৯ হাজার ১২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। একই ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খন্দকার ৫ হাজার ৭১৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

নির্বাচন পর্ববর্তী আলোচনায় বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের প্রাপ্ত ভোটের কাউন্ট-ডাউনে আলোচনায় স্থান পেয়েছে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খন্দকার ৩ ভোট পাওয়ার বিষয়টি।

আওয়ামী লীগ দলীয় অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২ হাজার ৪৩৩ জন ভোটারের ওই কেন্দ্রে ১ হাজার ৬০১ জন ভোটার ভোট প্রদান করলেও আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে ভোট দিয়েছেন কেবল ৩ জন! নৌকা প্রতীকে এক কেন্দ্রে ৩ ভোট পাওয়ার এ বিষয়টি বিভিন্ন মহলে মুখরোচক আলোচনার সৃষ্টি করেছে।

এ ব্যাপারে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেন বলেন, আসলে এ ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। স্বল্প নোয়াগাঁও কেন্দ্রে নৌকা তিনটি ভোট পাবে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। এরকম ঘটনা যেন আর না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আরেকটা বিষয় এখানে আসছে। কারণ এটা একটি স্থানীয় নির্বাচন। যার কারণে আঞ্চলিকতার প্রাধান্য বেশি কাজ করছে বলে আমি মনে করি। এজন্য ভবিষ্যতে সবাইকে সতর্ক হয়ে একসঙ্গে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here