ওরা কারা? মো. এহছানুল হক

0
267
ওরা কারা? মো.এহছানুল হক

ওরা কারা?
মো.এহছানুল হক

ওরা কারা প্রেমিক সেজে আসে?
সাধ্য হাসিল করে চলে যায় হায়েনার বেশে।
আহা কি মনোবাসনা!
তুমি ছাড়া কিছু আমি চাই না।
পাইলে তোরে রাখবো লুকিয়ে হৃদয় কুটিরে,
ফরজ কামের পরে তুই যা দুরে।
ওরা কারা প্রেমিক সেজে আসে?
সাধ্য হাসিল করে চলে যায় হায়েনার বেশে।
আহা কি আল্পনা- জল্পনা!
তুমি আমারে ময়নার বাপ ডাক না!
হঠাৎ এ কি ঘটনা!
বিয়ের আগেই ময়নার বাপকে
খোঁজে আর পাওয়া যায় না।
ওরা কারা প্রেমিক সেজে আসে?
সাধ্য হাসিল করে চলে যায় হায়েনার বেশে।
আশা দিয়ে করে মরিচীকা,
হৃদয় কাঁদে বিরহে একা
নিমিষেই ধূলিসাৎ হয় সপ্ন
সখা বাজায় যখন বিদায়ের লগ্ন।
ভ্রমর উড়ে বসে ফুলে খেতে মধু
খেয়ে হাওয়াই মিষ্টির মতো যাদু!
ওরা কারা প্রেমিক সেজে আসে?
সাধ্য হাসিল করে চলে যায় হায়েনার বেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here