কবি মাহবুব রুমন এর নতুন কবিতা “প্রবাল”

0
216

প্রবাল

কবি মাহবুব রুমন

সহস্রাব্দের ঢেউয়ে ঢেউয়ে

ভিজেই গেলাম প্রবাল হয়ে

দরিয়ার কেউ হলামনা।

সৈকতে তার প্রাণের মেলা

বাহারি সব হাসি খেলা;

এক সমুদ্র জলে ভেসেও

প্রাণ-পিপাসা মিটলোনা।

চোরাবালি মিথ্যে হলেও

গল্পকারের গল্পে উঠে আসে।

আমিই কেবল প্রাচীন প্রবাল

বড্ড বেশি অপাংক্তেয়

গল্প-কথায় কারুকলায়;

মাথার পরে কেউ রাখেনি হাত।

আলিশান এই জলশহরে

তুচ্ছ আমি নগণ্য এক

আমায় কি তার মনে পড়ে?

জীবনগুলো গায়ে মেখে,

জলের তলে রাজ্য করেও

এক জীবনের অতল তৃষ্ণা

মিটলোনা রে মিটলোনা।

কবি পরিচিতি- মাহবুবর রহমান রুমন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here