কি করে বলবো তাকে?—মোঃ ফিরোজ খান

0
941
কি করে বলবো তাকে?---মোঃ ফিরোজ খান

কি করে বলবো তাকে?
মোঃ ফিরোজ খান

মনের কথা রইলো মনে
জীবন চলে থমকে থমকে,
স্বপ্ন দেখে চমকে উঠি
রাত পোহালেই ঝিমিয়ে থাকি

হাটতে গিয়ে থমকে দাড়াই
আরি পেতে তাকে দেখি,
পিছু পিছু হেঁটে চলি
সে যায় চলে অন‍্য বাঁকে।

জমা রইলো মনের কথা
পারিনি বলতে কিছুই তাকে,
জীবনকে বড় অসহায় লাগে
কাটছে সময় আজ ধুকে ধুকে।

ভালোবাসা বুঝি এমনই হয়
পরাণ কাঁদে শুধু ব‍্যাথায়,
সবকিছু আজ মিছে লাগে
বেঁচে আছি তাকে বলার আশায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here