জীবনের অংক -মোঃ ফিরোজ খান

0
1410
জীবনের অংক -মোঃ ফিরোজ খান

জীবনের অংক

-মোঃ ফিরোজ খান

ফুল নয় যেনো ভুলে-ভরা ছিল আমার জীবন
প্রতিটি পৃষ্ঠায় লেখা ছিল অসংখ্য বানান ভুল,
এলোমেলো হযবরল জীবনে খাতা ছিল শুধু শূন্য
কোথাও ছিলনা যেনো কোনো শুদ্ধ অনুচ্ছেদ।

আমার জীবনটা ও ছিল ভুলে-ভরা গল্পের বই
প্রুফ করে দেখা হয়নি কখনো জীবনের খাতা,
প্রতিটি পাতায় ছিল রাশি রাশি ভুল শুধু ভুল
ভুলের জন্য পদক্ষেপ নেওয়া হ‌য়নি কখনও।

জীবনটা ছিল যেনো আগাগোড়া ভুলের গণিত
ভুল অঙ্ক আমি সারাটি জীবন ধরে কষে ছিলাম,
মেলাতে পারিনি কোনো ভাবেই কোনো সময়ে
ফলাফল শুধু শূন্যই রয়ে গেলো শেষ বেলায়।

আমি সবকিছু মানুষের মতো মুখস্ত করিনি
জীবনের সংজ্ঞা,সূত্র আর ব্যাকরণের নিয়মে,
রচনা বইয়ে লেখা মহৎ জীবনী পড়েছি অনেক
তবুও-যেনো সঠিক জীবন সাজাতে পারিনি।

প্রতি দিন আমি সকালের কাজ বিকেলে করেছি
সবসময় পুরোপুরি ভুলের মধ্যে ছিলাম আমি,
বিকেলের কাজ রাত হতেই ধুলোতে ছেঁয়ে গেছে
জীবন সত্যিই ভুলে-ভরা দিনরাত্রির সময়ের মতো।

অসংখ্যা ভুলের নুড়ি পাথর হয়েছে থলিতে জমা
আমার জীবন একখানি স্বরচিত ভুলের আকাশ,
আমি তার মধ্য থেকে কুড়াই দুহাতে স্বপ্নের সাজ
শেষে দেখি জীবনের যোগফল শূন্যতায় ঘেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here