জ্যাকুলিন-নোরার বিলাসবহুল সব উপহার বাজেয়াপ্ত

0
182
জ্যাকুলিন-নোরার বিলাসবহুল সব উপহার বাজেয়াপ্ত

বি-টাউন বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বিলাসবহুল যেসব উপহার পেয়েছেন, সেগুলো বাজেয়াপ্ত হচ্ছে।

তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি সূত্র বার্তা সংস্থা আইএএনএসকে বিষয়টি নিশ্চিত করেছে।

২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় জড়িয়েছে এই দুই অভিনেত্রীর নাম, যেখানে জ্যাকুলিনের কথিত প্রেমিক বলা হচ্ছে এই সুকেশ চন্দ্রশেখরকে। কিন্তু তাদের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করতে হচ্ছে, সে কারণে বিলম্বিত হচ্ছে কাজটি।

এ মামলায় এ পর্যন্ত সাতজনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই তিহার জেলে বন্দি। এক ওষুধ কোম্পানির সাবেক কর্ণধার শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল। এ মামলায় গ্রেফতার হন এই দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here