ময়মনসিংহের তারাকান্দায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান ৭০সহ মোট ৬২৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

0
256
ইউপি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

ময়মনসিংহের তারাকান্দায় ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনেও চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীগণ তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

তারাকান্দায় ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারগণ প্রার্থীদের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তারাকান্দায় ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৩৫ জন ও সাধারণ ওয়ার্ডে ৪২১ জন মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১ নং তারাকান্দা ইউনিয়নে ৮ জন, গালাগাঁও ইউনিয়নে ৬ জন, রামপুর ইউনিয়নে ৭জন, বানিহালা ইউনিয়নে ৬ জন, বালিখাঁ ইউনিয়নে ৬ জন, ঢাকুয়া ইউনিয়নে ৮ জন, কাকনী ইউনিয়নে ৭জন, কামারিয়া ইউনিয়নে ৯ জন, কামারগাঁও ইউনিয়নে ৫ জন, বিসকা ইউনিয়নে ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।

তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম সাইদুজ্জামান জানান, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, বাছায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি হবে ৩-৫ ডিসেম্বর, প্রার্থী প্রত্যাহের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক দেয়া হবে ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহন হবে ২৬ ডিসেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here