হ‌‌ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত -সোহানুর রহমান সোহান

হ‌‌ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত
সোহানুর রহমান সোহান

হও ত্যাগের মহিমায় উদ্ভাসিত
মনের পশুত্বকে কর বিসর্জন
যে ত্যাগ করেছিলেন ইসলামে
হজরত ইব্রাহিম (অ:) তার,
প্রিয় পুত্র হজরত ইসমাইল (অ:) কে
আল্লাহর সনে।

কুরবানী করার উদ্দেশ্য নেন
সেই থেকে ইসলামে কোরবানি প্রথার
প্রচলন হয় শুরু।
আল্লাহ পাকের সন্তুষ্টি লাভে দিও
মুমিন-মুসলমান কোরবানি
কোরবানি নিয়ে একটু করো না
মনে অহংকার তুমি
গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ছোট না বড় এনেছো
তা নিয়ে করো না;

ভাই কারো সাথে বাহাদুরি
হও তাগের মহিমায় উদ্ভাসিত
আল্লাহ ও তার রাসূলের নামে
কর কোরবানি:

কোরবানি নিয়ে অহংকার করো না খুলো হাদিস
শোন কুরআনের বাণী
খোদা কবুল করুক
ওহে ভাই তোমার আমার
পবিত্র কোরবানি খানি।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Leave a Comment

error: Content is protected !!