‘রণবীরের সঙ্গে প্রেম ছাড়া কী আমার কোনো কাজ নেই?’

0
615
‘রণবীরের সঙ্গে প্রেম ছাড়া কী আমার কোনো কাজ নেই?’

বলিউডে এ সময়ের শীর্ষ নায়িকা আলিয়া ভাট। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার তার ঘরে। পাশাপাশি একাধিক ব্লকবাস্টার মুভির আনন্দ ও ক্রিটিকদের প্রশংসায় ভাসা এই তারকাকে নিয়ে গত ১ বছর ধরে চলছে ভিন্ন আলোচনা। আর এ নিয়েই খানিক চটেছেন আলিয়া।

কারণ ভারতীয় গণমাধ্যম এখন আলিয়ার নতুন ছবির সাবজেক্ট নয়, রণবীরের সঙ্গে আলিয়া কোথায় কোথায় গেলেন তা নিয়ে ব্যস্ত। নিজের কাজের প্রতি আলোচনা শুনতে চাওয়া আলিয়া তাই বলেই ফেললেন এক সাংবাদিককে—‘আরে ভাই, রণবীরের সঙ্গে প্রেম ছাড়া কী আমার কোনো কাজ নেই!’ পাপারাজ্জিরাও মজা পেয়ে তিলকে তাল বানাতে প্রস্তুত। কোথায় কোথায় কবে কী গোপন ডেট করেছেন তা তার ফিরিস্তি গুনছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই খুব সাবলীল ও নিয়মিত আলিয়া ভাট। আপাতত তাই এসব মিডিয়া তর্কের বাইরে থাকার জন্য নিজের ইনস্টাগ্রামে কিভাবে পোশাক পরলে গ্ল্যামারাস দেখায় এসব কাণ্ডকীর্তি করে চলেছেন। তবে আলিয়া ভক্তদের জন্য সুখবর হলো দারুণ কিছু ছবির খবর নিয়ে আসছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here