“নেতাজি” ডাঃ মোঃ মাহ্ফুজ্জামান (দীপ)

0
881

“নেতাজি”
ডাঃ মোঃ মাহ্ফুজ্জামান (দীপ)

ভেঙ্গেছে আমার ঘুম,
ভেঙ্গেছে আজ আমার ভুল।

কে রে ভাই তুমি?
ডেকেই চলেছো নিরবধি।

জাগবে না এখনো তুমি?

আর কতো অশ্রু ঝড়ালে,
বিশ্বের নির্যাতিত মুসলমান?

আর কতো রক্ত ঝড়ালে?
আরাকান-কাশ্মীরের জনগণ?

সাড়া দিবা মুসলমান?
নাকি তাও ফিরবেনা হুশ?

ঘুমন্ত মুসলমানের সুপ্ত ঈমান
শাণিত হয়েছে কি?

যুগ-জামানা পাল্টে দিতে,
প্রস্তুতির খবর কি?

যুগ-জামানা পাল্টানোর প্রহর,
মুসলমান গুণছে কি?

রাজার ছেলের-রাজার ছেলের,
যুদ্ধের খবর কি?

মরুর দেশে বরফের স্তুপ,
পড়েছে কোথাও কি?

আসছে রমজান, হে মুসলমান
মনে রেখেছো কি?

যুদ্ধ-বিগ্রহ শেষে,
থাকবো কি আমি বেঁচে?

যদি থাকি বেঁচে,
দেখা হবে তৃতীয় ধাপে।
অপেক্ষায় আছি আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here