পরীমনি ‘ভদ্র’ নন বললেন ভারতীয় প্রবীণ অভিনেতা

0
302
পরীমনি ‘ভদ্র’ নন বললেন ভারতীয় প্রবীণ অভিনেতা

মাত্র একটি ছবিতেই পর্দা ভাগ করেছিলেন। তাও আবার একটি দৃশ্যে। তারপরও ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি কে নিয়ে একটু বেশিই বলে ফেললেন কলকাতার প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘ওর (পরীমনি) মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না! নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্তই!’

জানা গেছে, ২০১৬ সালে ‘রক্ত’ নামে একটি ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন পরীমনি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ওই ছবিতে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ও ছিলেন। ওই ছবিতেই পরীমনির সঙ্গে একটি নাচের দৃশ্যে দেখা গিয়েছিল তাকে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি অভিনেত্রী শাবানার প্রসঙ্গ টেনে বিপ্লব বলেন, ‘শাবানা আক্ষরিক অর্থেই একজন ভদ্রমহিলা। ওঁনার স্বামীর সঙ্গেও আলাপ আছে। তারকা দম্পতির কোনো তুলনা হয় না। কিন্তু পরীমনিকে আমি মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।’

পরীমনি সম্পর্কে এই অভিনেতা বলেন, পরীমনি ‘ভদ্র’ নন? অভিনেতার দাবি, তিনি পরীমনি সম্পর্কে অনেক কথা শুনেছেন। যা তার ভালো লাগেনি। বিপ্লবের দাবি, ‘সব রটনাই মিথ্যা নয়। কিছু না থাকলে একজনের নামে এত বদনাম শোনা যায়!’

তিনি কি কখনো পরীমনির বাসায় এসেছেন?-এর জবাবে বিপ্লব বলেন, ‘রক্ত’ ছবির শুটিং হয়েছিল কলকাতায়। তাই বাংলাদেশে যাওয়ার প্রশ্নই ওঠে না। কাজের সূত্রে গেলেও তিনি পরীমনির বাড়িতে যাননি। তিনি বলেন, ‘কখনও কোনো বাচ্চা ছেলে আমার কাছে আসতে চাইলে তার মা এই বলে আটকেছেন, ‘‘যেও না। ও খুব দুষ্টু লোক।’’ সেই বদনামের ভয় আমার।’

এই অভিনেতার দাবি, কলকাতার একাধিক অভিনেতা বাংলাদেশে আসলে পরীমনির সঙ্গে দেখা করতে যান। তবে তাদের নাম উল্লেখ করেননি তিনি।

আগামী দিনে পরীমনি যদি সব অভিযোগ থেকে মুক্তি পান, তাহলে কি তার সঙ্গে অভিনয় করবেন? এর জবাবে বিপ্লব বলেন, ‘অভিনয় আমার পেশা। সেখানে আমি চূড়ান্ত পেশাদার। কাউকে নিয়ে কোনো ছুঁৎমার্গ নেই আমার।’

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় বিপুল মাদকসহ পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা হয়। সেই মামলায় প্রথমে নায়িকাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। সেই মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তাকে আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন পরীমনি। চারিদিকে তাকে নিয়ে চলছে নানা সমালোচনা, বিতর্ক। মাদক মামলার বাইরেও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে নিন্দিত হন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here