পর্তুগালে মুসলিম ধর্মীয় কেন্দ্রে হামলা, নিহত ২

0
36
পর্তুগালে মুসলিম ধর্মীয় কেন্দ্রে হামলা, নিহত ২

পুর্তগালে একটি মুসলিম ধর্মীয় কেন্দ্রে ছুরি হামলায় দুই নারী নিহত হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দেশটির রাজধানী লিসবনে এই ঘটনা ঘটে। খবর এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে সঙ্গেই পুলিশ ও জরুরি সেবা কর্মীদেরকে ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয় ইসমাইলি মুসলিম সম্প্রদায় ছুরি হামলার নিহতদের পরিবারকে সহায়তা করছে।

পুলিশ তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও সে তাদের দিকে অগ্রসর হয় । সন্দেহভাজন ব্যক্তিকে লিসবনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। বিবৃতি অনুসারে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেছেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে । নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তিনি আরও বলেন, পুলিশ হামলার তদন্ত করছে এবং এর কারণ সম্পর্কে এখনও কিছু অনুমান করা যায় নি।

তবে সাম্প্রতিক দশকগুলোতে পর্তুগালে কোনও উল্লেখযোগ্য সন্ত্রাসী হামলা ঘটে নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here