পাগলীটাও মা হয়েছে

0
133

✍পাগলীটাও মা হয়েছে

পাগলীটাও মা হয়েছে,
তবে বাবা হয়নি কেউ!
পাগলী বলে যায়নি ছেড়ে,
প্রসব ব্যাথার ঢেউ।

রাস্তায় ঘুরে কাটে দিন,
আর রাস্তায় কাটে রাত।
পাগলী বলে স্বামী হয়নি,
পাইনি সংসার স্বাদ।

পাগলী ও কি করেছিল,
যৌন আহবান ?
নাকি রাতের বেলা বেশ্যা হয়ে,
করলো শরীর দান?

গাছ ফেটে গাছ বেরোলো,
কার রোপনের বীজ ?
মেয়ে শরীর রাত্রে পেয়ে,
কে ঢেলেছে বিষ ?

জন্ম নিলো যে শিশুটি,
কাকে ডাকবে বাপ ?
যাকে রোজ বলবে সবাই,
এই সমাজের পাপ।

পাগলী তাকে ধমকে বলে,
এখান থেকে উট।
রাতের বেলায় পাগলীর শরীর,
করতে আসে লুট।

কে জানে তার শরীর টাকে,
আরো কতবার ?
চুষে চিবিয়ে খেয়েছে,
কত জানোয়ার।

পুরুষ গেলো শরীর খেয়ে,
নিয়ে গেলো স্বাদ।
কষ্ট পেয়ে মরলো শুধু,
পাগলী মায়ের জাত।

রাতের বেলায় নারীর শরীর
ভোগ্য পণ্যময়!
নিজেকে আজ পুরুষ ভাবতে,
বড়ই লজ্জা হয়।

সমাজ কত অধম 😭 😭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here