পুলিশের উচ্চপর্যায়ে সৃষ্টি হচ্ছে ২১৮টি পদ

0
279
পুলিশের উচ্চপর্যায়ে সৃষ্টি হচ্ছে ২১৮টি পদ

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে আরও ২১৮টি পদ সৃষ্টি করা হচ্ছে। অতিরিক্ত আইজিপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এসব পদে শিগগিরই পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

মঙ্গলবার পুলিশ সদর দফতরের দায়িত্বশীল একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পুলিশ বিভাগে ৪ জন অতিরিক্ত আইজিপি, ১৮ জন ডিআইজি, ১০০ জন অতিরিক্ত ডিআইজি, ২০ জন পুলিশ সুপার এবং ৭৬ জন অতিরিক্ত পুলিশ সুপারের পদ সৃষ্টি করা হচ্ছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ফাইলটি অগ্রগামী করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এই ফাইল পাঠানো হবে সচিব কমিটিতে। পরবর্তীতে সচিব কমিটি অনুমোদন দিলেই পর্যায়ক্রমে ২১৮টি নতুন পদ পূরণ করা হবে।

এ ব্যাপারে অতিরিক্ত ডিআইজি (ও এন্ড এম) মোস্তাক আহমেদ খান ঢাকা প্রতিদিনকে জানান, পুলিশকে জনগণের পুলিশে পরিণত করতে কাজ করে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ঢেলে সাজানো হচ্ছে পুলিশকে। নতুন এই পদগুলো পূরণ করা হলে পুলিশ বাহিনী আরও গতিশীল হবে। পরিণত হবে আধুনিক বাহিনীতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here