একুশে বই মেলায় শাহনাজ রানুর “প্রযত্নে কালো শাড়ি”

0
1131
একুশে বই মেলায় শাহনাজ রানুর

রবিউল ইসলাম রিমন, বিশেষ প্রতিবেদকঃ জয়পুরহাটের কৃতি সন্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শাহনাজ আখতার রানুর দ্বিতীয় কবিতাগ্রন্থ “প্রযত্নে কালো শাড়ি ” অমর একুশে বইমেলা ২০২০ প্রকাশিত হয়েছে।

বাংলা এবং ইংরেজি কবিতার আয়োজনে কাব্যগ্রন্থটি প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ২৭ নং প্যাভিলিয়ন সময় প্রকাশনীতে ১৬ ফেব্রুয়ারী থেকে বইটি পাওয়া যাবে।

আধিবিদ্যক বা আধ্যাত্বিক, আবার প্রেম আর প্রকৃতি নিয়ে সমসাময়িক ভাবনা, শহুরে জীবনের যান্ত্রিকতা, আধুনিক সময়ের অর্থহীনতা এসবই “প্রযত্নে কালো শাড়ি”র উপজীব্য বিষয়।

মফস্বল এলাকায় বড় হওয়ার সুবাদে প্রচলিত সমাজের নারী পুরুষ বৈষম্য তার ভাবনার জগতকে যেমন প্রভাবিত করেছে তেমনি লেখনির মাধ্যমে করেছেন প্রতিবাদ।বাবার প্রশ্রয়ে আর মার শাসনে বড় হওয়া কবি পড়াশোনা করেছেন রাজশাহী বিভাগের ইংরেজি বিভাগে।ছাত্রজীবন থেকেই নাটক,বিতর্ক ও লেখালেখির সাথে ছিল তার সখ্যতা।

এর আগে লেখকের প্রথম কবিতাগ্রন্থ “নোনতা চোখের গল্প” গত বছর প্রকাশিত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here