ফরিদুল হক খান জন্ম কর্মজীবন ও পারিবারিক তথ্য

0
888
ফরিদুল হক খান ছবি

মোঃ ফরিদুল হক খান দুলাল হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন থেকে নির্বাচিত নবম ও দশম জাতীয় সংসদের সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ফরিদুল হক খান
মোঃ ফরিদুল হক খান দুলাল
জাতীয় সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ জানুয়ারি ২০০৯
ব্যক্তিগত বিবরণ
জন্ম ২ জানুয়ারি ১৯৫৬ (বয়স ৬৪)
উত্তর সিরাজবাদ, ইসলামপুর উপজেলা, জামালপুর জেলা, পূর্ব পাকিস্তান
রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ

প্রাথমিক জীবন

ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম। তিনি উচ্চ মা্ধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন।

কর্মজীবন

ফরিদুল হক খান ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয়তাবাদী দলের সুলতান মাহমুদ বাবুকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। ফরিদুল খান ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১০ম জাতীয় সংসদের স্বরাষ্ট মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here