বকুল কথা

0
652
বকুল কথা

বকুল কথা জি বাংলায় সম্প্রচারিত একটি জনপ্রিয় টিভি ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয় করেছেন ঊষসী রায়, হনি বাফানা, উপনীতা ব্যানার্জী, শুভজিৎ কার সহ আরো অনেকে। এই ধারাবাহিকটি মূলত জি সার্থক এর সিন্দুরা বিন্দু ধারাবাহিকের পুনর্নির্মাণ। ৩ ফেব্রুয়ারি ২০১৯ থেকে এর পরিবর্তে ফিরকি শুরু হয়।

বকুল কথা

বকুল কথা স্ক্রিনশট.pngবকুল কথা সিরিয়ালের পোস্টার

পরিচালক বাবু বণিক
অভিনয়ে ঊষসী রায়
হনি বাফানা
উপনীতা ব্যানার্জী
আবহ সঙ্গীত রচয়িতা সাত্যকি
বিরসা দাশগুপ্ত
মূল দেশ ভারত
মূল ভাষা বাংলা
পর্বের সংখ্যা ৬৭৪
নির্মাণ
প্রযোজক সুন্নী ঘোষ রায়
স্নিগ্ধ বসু
ব্যাপ্তিকাল প্রায় ২২ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্ক জি বাংলা
প্রথম প্রকাশ ৪  ডিসেম্বর ২০১৭
ক্রমধারা
পূর্ববর্তী বিকেলে ভোরের ফুল
পরবর্তী ফিরকি

কাহিনী

বকুল বারাসাতের একটি মেয়ে যে ছেলেদের মত আচরণ করে। তার দিদি, বর্ষা, যার সাথে নায়ক ঋষির বিয়ে ঠিক হয়। কিন্তু, বর্ষা কুনালের সাথে পালিয়ে যায় ও তাকে বিয়ে করে। তাই, ঘটনাক্রমে বকুলের সাথে ঋষির বিয়ে হয়। বকুলের ছেলেদের মত আচরণ ঋষির অপছন্দনীয় ছিল। পরবর্তীতে, সকলে বুঝতে পারে যে, বকুলের সহজ সরল মন রয়েছে এবং সে সকলকে মন থেকে ভালবাসে। এরপর ঋষি হয়ে যায় তার সবচেয়ে প্রিয় বন্ধু।

একদিন বকুল জানতে পারে, তার বাবা, একজন সৎ পুলিশ অফিসার, যিনি কিছু বছর আগে মারা যান, তাঁকে খুন করা হয়েছিল। এরপর বকুল প্রতিজ্ঞা করে যে, সে তার বাবার খুনিদের খুঁজে বের করে শাস্তি দেবে। এরপর সে পুলিশ হয় এবং প্রধান আসামি রজতভ রক্ষীতকে প্রমাণসহ খুঁজে বের করে শাস্তি দেয়।

এরপর পুলিশ হিসেবে সে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধীদের শাস্তি দেয়।এসকল কাজে ঋষি বকুলের পাশে থাকে।

অন‍্যদিকে, বকুলের বোন, বর্ষা যে শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে পারে নি, সে বকুলের সুখের সংসারের কথা জানতে পারে। সে ভাবে এসকল কিছু তার পাওয়া উচিত ছিল। বকুলের জন্য সে কষ্টের জীবন যাপন করছে। তাই, সে বকুলের ক্ষতি করার চেষ্টা করে। সে কিছু সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব করে যারা বকুলের জন‍্য পাচার চক্রান্তে সফল হচ্ছে না। এসময় বকুলের শ্বশুর খুন হয়। যাইহোক, ঋষির সাহায্যে এবারেও সে জয়লাভ করে।

অভিনয়ে

চরিত্র অভিনয়ে
বকুল রয় ঊষসী রায়
ঋষি রয় হনি বাফনা
বর্ষা বসু উপনীতা ব‍্যা্যানার্জী
কুনাল বসু শুভজিৎ কর
গায়েত্রী সান‍্যাল অনুরাধা রায়
লাজবন্তী সান‍্যাল সোহিনী সান‍্যাল/সন্জুক্তা রায় চৌধুরী
শেখর রয় সুমন্ত মূখার্জী
অঞ্জলী রয় শাস্বতী গুহঠাকুরতা
সমর রয় অরিন্দম ব‍্যানার্জী
রাগিনী রয় মল্লিকা মজুমদার
রোহন রয় শুভ্রজিৎ দত্ত
অদিতি রয় অর্পিতা মুখার্জি
রোশনি ব‍্যানার্জী শ্রেয়সী সামন্ত
সৌরভ ব‍্যানার্জী সুতীর্থ সাহা/রাজকুমার দত্ত
ডাব্বু ঐশিক মুখার্জি
এশা চ‍্যাটার্জী অমৃতা দেবনাথ
দীপ চ‍্যাটার্জী অর্নব চৌধুরী
রজতভ রক্ষীত বিপ্লব ব‍্যানার্জী
অরুনভ রক্ষীত নেইল চ‍্যাটার্জী
ইন্সপেক্টর অগ্নিজিৎ রয় বীরেশ চক্রবর্তী
টুম্পা গোপা নন্দী
শিখা উমা বর্ধন

পুনর্নির্মাণ

বাংলায় এর অধিক জনপ্রিয়তার কারণে, অন্যান্য ভাষায় এর পুনর্নির্মাণ করা হয়।

•সাথ‍্য – জি তামিল

•সূর্যকন্ঠম – জি তেলেগু

•সাথ এন্না পেনকুট্টি – জি কেরালাম

•মিথুন রাশি – কালার্স কন্নড়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here