বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভা অনুষ্ঠিত

0
297
বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভা অনুষ্ঠিত

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার বিশেষ সভা বৃহস্পতিবার ( ০৪ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কৃষি ব্যাংক ভবনের নিচ তলায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও বর্তমান সভাপতি শাহ্ আলম ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুুলবুলের সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন সহ- সম্পাদক মো. তৌহিদুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক শেখ মো. জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন চন্দ্র বর্মণ, সদস্য মো. শফিকুল ইসলাম ও মো. নাঈম শেখ।

উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক মো. মুজিবুর রহমান।

অপরদিকে, আবেদনের প্রেক্ষিতে যাচাই- বাছাই শেষে উক্ত সভায় তিনজনকে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখায় সদস্য পদ দেওয়া হয়েছে। নতুন তিন সদস্য হচ্ছেন, দৈনিক গণজয় এর নান্দাইল প্রতিনিধি মো. আবু সাঈদ, দৈনিক অপরাধ কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ শামীম মিয়া এবং ভোরের বার্তা ২৪. কম এর নান্দাইল প্রতিনিধি শাহ মোহাম্মদ ফয়সল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here