“বাংলা ভাষার বিশ্বায়নে”

আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কৃপায় এবারের একুশে বই মেলায় “৩৫ জন কবির যৌথভাবে লেখা কবিতা ও ছড়ার বই প্রকাশিত হবে।সকলেই ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে কাব্য কবিতার বই পারেন। একটি ভালো বই হতে পারে আপনার পরম কাছের বন্ধু তাই বইটি আপনি ও আপনার প্রিয় মানুষটিকে দিতে ভুলবেন না।

আসর প্রকাশন থেকে—–
কবি ও কবিতার আসরের এবারের আয়োজন, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে
“বাংলা ভাষার বিশ্বায়নে”কাব্যগ্রন্থটি এই মাসের ১৫ তারিখ থেকে পাওয়া যাবে ২১শে বই মেলার
স্টল নম্বর-১০৩,’বুনন’ লিটলম্যাগ চত্ত্বরে।
বইটিতে দেশ সেরা ছড়াকার লুৎফুর রহমান রিটন ভাই, দেশ সেরা ক্যালিগ্রাফি শিল্পী ছড়াকার আরিফুর রহমান ভাইয়ের প্রচ্ছদ ও লেখা সহ মোট ৩৫ জনের লেখায় সমৃদ্ধ। পুরো বইটিতে আপনি পাবেন ভাষা ও সাহিত্যের উপর সুন্দর সুন্দর ছড়া/ কবিতা, চাইলে আপনি বইটি সংগ্রহ করে রাখতে পারেন।

বইটির বিক্রয় মূল্য ৩০০/- টাকা মাত্র।

বইটি কুরিয়ারে পেতে যোগাযোগ করতে পারেন 01715435592 এই নাম্বারে।

মোঃ ফিরোজ খান
লেখক সাংবাদিক
ঢাকা বাংলাদেশ

1 thought on ““বাংলা ভাষার বিশ্বায়নে””

Leave a Comment

error: Content is protected !!