বাঙালির জীবনে আগস্ট অনেক বেদনা নিয়ে আসে -সোহানুর রহমান সোহান

0
174
সোহানুর রহমান সোহান

বাঙালির জীবনে আগস্ট অনেক বেদনা নিয়ে আসে
সোহানুর রহমান সোহান

বাঙালির জীবনে আগস্ট অনেক শোক আর বেদনায
স্মৃতির পরসা সাজিয়ে
আসে দিনপঞ্জিকার ‌,
বারটি মাসের একটি মাস
শোকের মাস আগস্ট ।
এ মাসে নির্মমভাবে করে ছিল
বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে
শাহাদাত বরণ ।
আগস্ট মাসের একুশ তারিখ
আবারো হয়েছিল
স্বাধীন এ বাংলায় ;
আবার‌ও নরপশুদের চরণ
আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর করেছিল রক্তক্ষরণ ।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here