বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র কেন নয়: হাইকোর্ট

0
197

ছবি ব্যবহার না করে বিকল্প বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে রুল দিয়েছেন হাইকোর্ট।

মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, ধর্মসচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, নির্বাচন কমিশন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক নারীর রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ রবিবার এ রুল দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাছুমা জামায়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে একটি আবেদন করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা।

সে আবেদনে বলা হয়, তিনি প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন একজন নারী। শরীয়তের হুকুম আহকাম নিয়মিত পালন করেন তিনি। যে কারণে যেকোনো প্রকার ছবি তিনি তোলেন না এবং এই কারণে তার পরিচয়পত্র নেই। আর পরিচয়পত্র না থাকার কারণে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ছবি ছাড়া বিকল্প পন্থায় জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় পদক্ষেপ চান।

কিন্তু নির্বাচন কমিশন এ আবেদনে সাড়া না দেওয়ায় হাইকোর্টে রিট করেন তিনি। আবেদনটিকে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here