মেয়েরা হবু বরকে যে ১০টি প্রশ্ন করতে চায়, কিন্তু করে না!

0
1243
মেয়েরা হবু বরকে যে ১০টি প্রশ্ন করতে চায়, কিন্তু করে না!

মেয়েরা হবু বরকে যে ১০টি প্রশ্ন করতে চায়, কিন্তু করে না! বিয়ে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তাই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুজন দুজনকে ভালো করে জানা খুবই জরুরি। কিন্তু এটা সব সময় সম্ভব নয়।

বিশেষ করে পারিবারিকভাবে ঠিক করা বিয়েতে অনেক সময় ছেলেমেয়ের ঠিকমতো কথা বলাই হয় না, আবার ভালো করে জানাশোনা কীভাবে হবে?

প্রত্যেক মেয়ে বিয়ের আগে তার হবু বরকে কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু পারে না। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট আইডিভা দিয়েছে সে রকম ১০টি প্রশ্ন, যা মেয়েরা বিয়ের আগে হবু বরের কাছ থেকে জেনে নিতে চায়।

১. তুমি কয়টি প্রেম করেছ? এখনো কি তোমার কারো সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে?

২. আমি যেসব পোশাক পরি, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? এবং ভবিষ্যতে এ বিষয়ে তোমার কি কোনো আপত্তি থাকবে?

৩. তুমি কি রান্না করতে পারো? অথবা তুমি কি চাও সব সময়ই আমি রান্না করি?

৪. আমি চাকরি করতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো?

৫. তুমি তো পারফেক্ট, তাহলে এতদিন বিয়ে করোনি কেন?

৬. তোমার কি কোনো বান্ধবী আছে? তোমাদের সম্পর্ক কতটা গভীর?

৭. তোমার কি এখনো সাবেক প্রেমিকার সঙ্গে যোগাযোগ আছে?

৮. আমরা কি বিয়ের পর একা থাকব, নাকি তোমার পরিবারের সঙ্গে থাকব?

৯. তোমার কি কোনো খারাপ অভ্যাস আছে—সিগারেট খাওয়া, মদ খাওয়া অথবা জুয়া খেলা?

১০. তুমি কি আমাকে বিয়ে করার জন্য আগ্রহী, নাকি পরিবারের চাপে বিয়ে করছ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here