যাকে চাচ্চু বলে ডেকেছি, তার সঙ্গে পসিবল না: দীঘি

0
165
যাকে চাচ্চু বলে ডেকেছি, তার সঙ্গে পসিবল না: দীঘি

যাকে চাচ্চু বলে ডেকেছি, তার সঙ্গে পসিবল না। একসময়ে পর্দায় শিশুশিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে কাজ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। এখন সেই দীঘিই প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন সিনেমায়। ইতিমধ্যেই বেশ কিছু সিনেমায় নামও লিখিয়েছেন তিনি।

তাই এখন থেকেই ভক্তদের ধারণা, খুব শীঘ্রই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গেও জুটি বেধে অভিনয় করবেন তিনি। তবে বিষয়টি নিয়ে দীঘি জানালেন ভিন্ন কথা। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় না বিষয়টা খুব ইজি হবে।

আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি। বাবা বলেছি। তার সঙ্গে ইজিলি গান গেয়ে নাচব এটা পসিবল না। যারা করেনি ছোটবেলায়, তাদের জন্য ইজি। বাট আমার জন্য ইজি না। আমি নিজেও মানতে পারব না, দর্শকরা আরও মানতে পারবে না। তবে চরিত্র ডিমান্ড করলে সেটা ভেবে দেখব। কিন্তু আমি নট শিওর এবাউট ইট।

এদিকে দীঘি এখন সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি কাজ করে যাচ্ছেন সমানতালে। পড়াশোনা আর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তাই ব্যক্তিগত জীবনে প্রেম-ভালোবাসা নিয়ে ভাবার সময় পান না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here