কিছু বাংলা শব্দের অশুদ্ধ ও শুদ্ধ প্রয়োগ

আজ সবাইকে জানাবো কিছু বাংলা শব্দের অশুদ্ধ ও শুদ্ধ প্রয়োগ। অনেক সময় আমরা যেসব বানান নিয়ে অনেক চিন্তায় পরে যাই।

অশুদ্ধ শুদ্ধ
অংগ অঙ্গ
অংগন অঙ্গন
অগ্র গণ্য অগ্রগণ্য
অকাল প্রয়াত অকালপ্রয়াত
অগ্রহায়ন অগ্রহায়ণ (মাসের নাম)
অঘ্রাণ অঘ্রান
আকুল অকুল
অংক অঙ্ক
অংকন অঙ্কন
অংকুর অঙ্কুর
অংগাংগী/অঙ্গাঙ্গী অঙ্গাঙ্গি
অচিন্ত্যনীয় অচিন্তনীয়
অচিন্ত অচিন্ত্য
অঞ্জলী অঞ্জলি
অনু-পরমাণু অণু-পরমাণু
অতিথী অতিথি
অতিষ্ট অতিষ্ঠ
অতিব অতীব
অত্যাধিক অত্যধিক
অত্যান্ত অত্যন্ত
অদ্ভূত অদ্ভুত
অদ্যপি অদ্যাপি
অদ্যবধি অদ্যাবধি
অধঃস্তন অধস্তন
অধীক অধিক
অধীনস্ত অধীনস্থ
অধ্যাবসায় অব্যবসায়
অধ্যায়ন অধ্যয়ন
অনিন্দসুন্দর অনিন্দ্যসুন্দর
অনিষ্ঠ অনিষ্ট
অনুকুল অনুকূল
অনুমদিত অনুমোদিত
অনুসঙ্গ/অনুসংগ অনুষঙ্গ
অনুর্ধ্ব অনূদিত
অনুদিত অনূর্ধ্ব

 

অন্তকরণ অন্তঃকরণ
অন্তঃসত্তা/অন্তসত্বা অন্তঃসত্ত্বা
অন্তস্থ অন্তঃস্থ
অন্তঃস্থ অন্তস্থ (শেষে অবস্থিত অর্থে)
অন্তর্মুখি অন্তর্মুখী
অন্যমনষ্ক অন্যমনস্ক
অণ্বেষণ অন্বেষণ
অপরাহ্ন অপরাহ্ন
অর্পণা অপর্ণা
অপস্রিয়মান/অপসৃয়মান অপসৃয়মাণ
অপাংক্তেয়/অপাঙ্তেয় অপাঙ্ক্তেয়
অপারক অপরাগ
অপেক্ষমান অপেক্ষমাণ
অভিভুত অভিভূত
অভিমুখি, অভিমুখিনতা অভিমুখী, অভিমুখীনতা
আভ্যন্তরীণ অভ্যন্তরীণ (তবে, আভ্যন্তরিক)
অভ্যস্থ অভ্যস্থ
অমানুসিক অমানুষিক
অমাবশ্যা/আমাবস্যা অমাবস্যা
অর্ধ্ব অর্ধ
অর্ধ শিক্ষিত অর্ধশিক্ষিত
অলংঘ/অলঙ্ঘ, দুর্লঙ্ঘ অলঙ্ঘ্য, দুর্লঙ্ঘ্য
অস্তমান অস্তায়মান
অহঃরহ/অহোরহ অহরহ
আই, এ আই. এ.
আইনত: আইনত
আঁকা বাঁকা/আকাবাকা আঁকাবাঁকা
আস্তকুঁড়/আস্তাকুড় আস্তাকুড়
আকষ্মিক আকস্মিক
আকাংখা/আকাঙ্খা আকাক্সক্ষা
আকুল আকুল
আকুতি আকূতি
আক্রমন আক্রমণ
আটপৌড়ে আটপৌরে
আড়ৎ আড়ত
আড়ষ্ঠ আড়ষ্ট
আঁড়াআড়ি, আঁড়ি আড়াআড়ি, আড়ি

 

আঁড়ি পাতা আড়িপাতা
আনবিক আণবিক
আতংক আতঙ্ক
আত্মস্যাৎ আত্মসাৎ
আদ্যান্ত/আদ্যোন্ত আদ্যন্ত
আনুষাঙ্গিক/আনুসাঙ্গিক আনুষঙ্গিক
আপোষ/আপোস আপস
আপাততঃ আপাতত
আপাতঃদৃষ্টে আপাতদৃষ্টে
আপাতঃমধুর আপাতমধুর
অভ্যন্তরিক আভ্যন্তরক
আয়ত্ব/আয়ত্ত্ব আয়ত্ত
আয়ত্বাধীন/আয়ত্ত্বাধীন আয়ত্তাধীন
আরাম্ভ আরম্ভ
আর্দ/আদ্র আর্দ্র
আলিংগণ/আলিংগন আলিঙ্গন
আলচ্য/আলোচ্যমান আলোচ্য
আশংকা আশঙ্কা
আশীষ আশিস
আহূতি আহুতি
আহুত আহূত (আহূত সভা)
আহ্নিক আহ্নিক
ইংগিত ইঙ্গিত
ইচ্ছা মতো/ইচ্ছে মতো ইচ্ছামতো/ইচ্ছেমতো
ইতিপূর্বে ইতঃপূর্বে
ইতঃস্তত ইতস্তত
ইতিমধ্যে ইতোমধ্যে
ইদানিং ইদানীং
ইয়ত্বা/ইয়ত্ত্বা ইয়ত্তা
ইষ্ঠ ইষ্ট (ইষ্টদেবতা)
ইস্পিত ইপ্সিত
ইষৎ ঈষৎ
উচিৎ উচিত
উচ্চ শিক্ষা, উচ্চ শিক্ষিত উচ্চশিক্ষা, উচ্চশিক্ষিত
উচ্চৈস্বরে উচ্চৈঃস্বরে
উচ্ছ্বল উচ্ছল
উশৃঙ্খল/উছৃঙ্খল উচ্ছৃঙ্খল
উচ্ছাস উচ্ছ্বাস

 

উজ্জল/উজ্বল উজ্জ্বল
উৎকর্ষতা/ঔৎকর্ষ উৎকর্ষ/উৎকৃষ্টতা
উত্তরন/উত্তোরণ উত্তরণ
উত্তরসুরী উত্তরসূরি
উত্তলন উত্তোলন
উত্যক্ত উত্ত্যক্ত
উদীচি উদীচী
উদ্বিঘ্ন উদ্বিগ্ন
উদ্ভিজ উদ্ভিজ্জ
উদ্ভুত উদ্ভূত
উদ্দান উদ্যান
উদ্দ্যোগ উদ্যোগ
ঊনিশ উনিশ
উপকুল উপকূল
উপরোক্ত উপর্যুক্ত
উপলক্ষ্য উপলক্ষ
উপচার্য উপাচার্য
উভয়চর উভচর (উভচর প্রাণী)
উল্লেখিত/উপরোল্লেখিত উল্লিখিত
উন ঊন
উনবিংশ ঊনবিংশ (কিন্তু উনিশ)
উরু ঊরু
উর্ধ/ঊর্ধ/উর্দ্দ/ঊর্দ্ধ/উর্ধ্ব ঊর্ধ্ব
উর্মি ঊর্মি
উষর ঊষর
উহ্য ঊহ্য (কিছুই ঊহ্য রাখি নি)
অত্র অফিসে এই অফিসে
এই সঙ্গে, সেই সঙ্গে এইসঙ্গে, সেইসঙ্গে
এক কালীন এককালীন
[যে-কোন লোক অর্থে] এক জন একজন
[একটি মাত্র লোক অর্থে] একজন এক জন
ঐক্যতা একতা, ঐক্য
একনিষ্ট একনিষ্ঠ
এক প্রকার একপ্রকার
এক মত একমত
এক মাত্র, একটি মাত্র একমাত্র, একটিমাত্র
এক রাশ একরাশ
এক সঙ্গে একসঙ্গে

 

এক সময়/এক সময়ে একসময়/একসময়ে
একাকিত্ব একাকীত্ব
একাধিক্রমে একাদিক্রমে
এককৃত একীকৃত
একভুত একীভূত
এক্ষুণি এক্ষুনি
এতো এত (এত টাকা)
এতদ্সঙ্গে এতৎসঙ্গে
এতদ্সত্ত্বেও এতৎসত্ত্বেও
এতদ্বারা এতদ্দবারা/এতদ্দ্বারা
এ ত/এত/এতো এ তো
এবম্প্রকার এবংপ্রকার
এবম্বিধ এবংবিধ
এম, এ এম. এ.
এমন কি এমনকি
আসল/আসলো এল
এশিয় এশীয়
ঐক্যতান ঐকতান
ঐকবদ্ধ ঐক্যবদ্ধ
ঐক্যমত/ঐক্যমত্য ঐকমত্য
ঐক্যতা ঐক্য/একতা
উনাদের/ওনাদের ওঁদের
উনার/ওনার ওঁর
উনারা/ওনারা ওঁরা
ওতঃপ্রোত/ওতোপ্রেত ওতপ্রোত
ঔচিত্ত ঔচিত্য
উদ্ধত্য/ঔদ্ধত্ত ঔদ্ধতা
কংকণ/কংকন/কঙ্কন কঙ্কণ
কংকাল কঙ্কাল
কটুক্তি কটূক্তি
কনা কণা
কণ্ঠস্ত কণ্ঠস্থ
কতো কত
কত না কত-না
কথঞ্চিত কথঞ্চিৎ
কথা মতো কথামতো
কথপোকথন কথোপকথন
কদাচিত কদাচিৎ

 

কনিষ্ট কনিষ্ঠ
কএক, কএকটি, কএক জন কয়েক, কয়েকটি, কয়েক জন
কয়েকবার কয়েক বার
কয়েদী কয়েদি
করন করণ (নবীকরণ, নিয়মিতকরণ)
করনিক করণিক
কতৃক কর্তৃক
কতৃত্ত্ব কর্তৃত্ব
কতৃপক্ষ কর্তৃপক্ষ
কর্তী/কত্রী কর্ত্রী
কর্মচারি কর্মচারী
কলংক কলঙ্ক
কলসী কলসি
কল্যান কল্যাণ
কল্যানীয়াষু কল্যাণীয়াসু [মহিলার ক্ষেত্রে]
কল্যানীয়েসু কল্যাণীয়েষু [পুরুষের ক্ষেত্রে]
কষ্ঠি কষ্টি (কষ্টি পাথর)
কাকলী কাকলি
কাংখিত/কাঙ্খিত কাক্সিক্ষত
কাঁচ কাচ
কাছ ছাড়া কাছ-ছাড়া (কাছ-ছাড়া হওয়া)
কাতলা কাৎলা (রুই কাৎলা)
কাপড়-চোপড় কাপড়চোপড়
কার্যতঃ কার্যত
কাল বিলম্ব কালবিলম্ব
কিংবদন্তী/কিম্বদন্তী কিংবদন্তি
কিম্বা কিংবা
কিম্ভুত কিম্ভূত
কুটীল/কূটিল কুটিল
কুৎসিৎ কুৎসিত
কুসুম কলি কুসুমকলি
কুটনীতি কূটনীতি
কূল কিনারা কূলকিনারা
কৃচ্ছতা, কৃচ্ছসাধন কৃচ্ছ্রতা, কৃচ্ছ্রসাধন
কৃষিজীবি কৃষিজীবী
কৃষ্টিবান কৃষ্টিমান
কেও কেউ
ক্যানো কেন

 

কেন না কেননা
কেন্দ্রিয় কেন্দ্রীয়
কেবল মাত্র কেবলমাত্র
কেরাণী কেরানী (কিন্তু করণিক)
কোণাকুণি কোনাকুনি (অথচ কোণ)
কোন কোনো (কোনো লোক)
কোনক্রমে কোনোক্রমে
কৌতূক কৌতুক
কৌতুহল কৌতূহল
কচিৎ ক্বচিৎ
ক্রুর ক্রূর
ক্রেতা সাধারণ ক্রেতাসাধারণ
ক্ষীয়মান ক্ষীয়মাণ
ক্ষুন্ন ক্ষুণ্ন
ক্ষুধপিপাসা ক্ষুৎপিপাসা
ক্ষুণ্নিবৃত্তি ক্ষুন্নিবৃত্তি
ক্ষুব্দ ক্ষুব্ধ
খেতমজুর ক্ষেতমজুর
ক্ষেপন, ক্ষেপনাস্ত্র ক্ষেপণ, ক্ষেপণাস্ত্র
খঞ্জনী/খঞ্জনী খঞ্জনি
খুটিনাটি খুঁটিনাটি
খুঁকি/খোকি/খুকী খুকি
খুড়ী খুড়ি
খুনি খুনী
খুশী/খুসি খুশি
খুশি মনে খুশিমনে
খেলাধূলা খেলাধুলা/খেলাধুলো
খেলোয়ার খেলোয়াড়
খোজ, খোজ খবর খোঁজ, খোঁজখবর
খোঁয়ার খোঁয়াড় (গরু ছাগলের খোঁয়াড়)
খোলাখোলি খোলাখুলি
খৃষ্ট খ্রিষ্ট
খৃষ্টাব্দ খ্রিষ্টাব্দ
গগণ গগন
গংগা গঙ্গা
গঞ্জ/গন্জ গঞ্জ
গন্ডালিকা গড্ডলিকা
গন গণ

 

গননা/গনণা গণনা
গনপুর্ত/গনপূর্ত গণপূর্ত
গনপ্রজাতন্ত্র, গনপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী
গনমুখি/গণমুখি, গণমুখিনতা গণমুখী, গণমুখীনতা
গনিত গণিত
গন্ডুষ গণ্ডুষ
গন্য, গন্যমান্য গণ্য, গণ্যমান্য
গত্যান্তর গত্যন্তর
গবেষনা গবেষণা
গরীব গরিব
গর্ধব গর্ধভ
গাথা গাঁথা [রচিত বা নির্মিত অর্থে]
গাড়ী, গাড়িঘোরা গাড়ি, গাড়িঘোড়া
গার্হস্থ গার্হস্থ্য
যেয়ে গিয়ে (সে স্কুলে না গিয়ে খেলতে গেছে)
গীর্জা গির্জা
গুরা/গুঁরা/গুড়া গুঁড়া/গুঁড়ো (গুঁড়া/গুঁড়ো দুধ)
গুন গুণ [দোষের বিপরীত অর্থে]
গুণে গুণে গুনে গুনে
গুলি [বন্ধুকের, পিস্তলের] গুলী
গৃহস্ত গৃহস্থ
গৃহিত গৃহীত [অর্থ- যা গ্রহণ করা হয়েছে]
গ্যালো গেল
গোধুলি গৌধূলি (তবে গোধুলি প্রচলিত)
গোষ্ঠি গোষ্ঠী
গোস্পদ গোষ্পাদ
গ্রন্থী গ্রন্থি
প্রস্থ প্রস্ত (যেমন- ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত)
গ্রহন গ্রহণ
গৃহীতা/গ্রহিতা গ্রহীতা [অর্থ- যে গ্রহণ করেছে]
গ্রামীন গ্রামীণ
গ্রীক, গ্রীস গ্রিক, গ্রিস
গুটি [দাবার] ঘুঁটি
ঘনিষ্ট ঘনিষ্ঠ
ঘরণি/ঘরণী ঘরনি
ঘাটি ঘাঁটি
ঘূণ ঘুণ
ঘুরে ফিরে ঘুরেফিরে

 

ঘুসখোর ঘুষখোর
ঘুর্নি ঘূর্ণি
ঘুর্ণীয়মান ঘূর্ণ্যমান/ঘূর্ণায়মান
ঘুরাঘুরি/ঘোরাঘোরি ঘোরাঘুরি
ঘোরা ফেরা ঘোরাফেরা
ঘোষনা ঘোষণা
ঘ্রান ঘ্রাণ
চন্চল/চঞ্চল চঞ্চল
চট্রগ্রাম চট্টগ্রাম
চরক চড়ক
চত্তর চত্বর
চাকরানী/চাকরাণী চাকরানি
চাকরী/চাকুরী চাকরি/চাকুরি
চাতুর্যতা চাতুর্য
চিক্কন/চিক্কন চিক্কণ
চির ধরা চিড় ধরা [ফাটল ধরা অর্থে]
চীৎকার চিৎকার
চিরুণি/চিরুণী চিরুনি
চিহ্ন চিহ্ন
চুড়মার চুরমার
চড়ান্ত চূড়ান্ত
চোষ্য চূষ্য
চোখধাঁদানো চোখধাঁধানো
চোখে পরা চোখে পড়া
চৌচিড় [ফেটে] চৌচির
ছাকনি ছাঁকনি
ছাকা ছাঁকা
ছাঁট ছাট (যেমন- বৃষ্টির ছাট)
ছাত্রীবাস ছাত্রীনিবাস
ছিলো ছিল
ছোওয়া ছোঁওয়া
ছোকড়া ছোকরা
ছোটখাট, ছোটবড় ছোটোখাটো, ছোটোবড়ো
ছোটোছোটি ছোটাছুটি
ছোড়া ছোরা (বড়ো ছুরি অর্থে)
জংগল জঙ্গল
জগত জগৎ
জঘণ্য জঘন্য

 

জটাজুট জটাজূট
জটীল জটিল
জানানা [‘জনাব’ শব্দের স্ত্রীলিঙ্গ হয় না। মিসেস/বেগম লেখা যেতে পারে]
জবানবন্দী জবানবন্দি
জ্বরা জরা (কিন্তু জ্বর, জ্বরজ্বালা)
জ্বরাকীর্ণ জরাজীর্ণ
জরুরী জরুরি
জাগরুক জাগরূক
জাতী জাতি
জাতিয় জাতীয়
জাতীয়করন জাতীয়করণ
জাত্যাভিমান জাত্যভিমান
যাদুঘর জাদুঘর
জানুয়ারী জানুয়ারি
জিনিষ জিনিস
জীবীকা জীবিকা
জীবি জীবী (যেমন- পেশাজীবী, বুদ্ধিজীবী)
জেলা প্রশাসক, জেলা প্রশাসন জেলাপ্রশাসক, জেলাপ্রশাসন
জেষ্ঠ্য জ্যেষ্ঠ
জৈষ্ঠ্য জ্যৈষ্ঠ
ঝাঁঝ, ঝাঁঝালো ঝাঁজ, ঝাঁজালো
ঝাঁজরা, ঝাঝরা ঝাঁঝরা
ঝুড়ি, ঝুড়িভাজা ঝুরি, ঝুরিভাজা
ঝোঁপ, ঝোঁপঝাড়/ঝোপ ঝাড় ঝোপ, ঝোপঝাড়
টাকশাল টাকশাল
টানানো, টানিয়ে রাখা টাঙানো, টাঙিয়ে রাখা
টেকসই টেকসই
ডাইনী ডাইনি
ঢু মারা ঢুঁ মারা
তক্ষুণি তক্ষুনি
তছরূপ তছরুপ
তড়িত তড়িৎ
ততক্ষণাৎ তৎক্ষণাৎ
তদ্সংক্রান্ত তৎসংক্রান্ত
ততো তত
ততধিক ততোধিক
তত্তজ্ঞান/তত্বজ্ঞান তত্ত্বজ্ঞান
তত্তাবধান/তত্বাবধান তত্ত্বাবধান

 

তত্তাবধান/তত্বাবধান তত্ত্বাবধান
তত্তাবধায়ক/তত্বাবধায়ক তত্ত্বাবধায়ক
তৎবিষয়ক তদ্বিষয়ক
তদানুসারে তদনুসারে
তদ্রুপ তদ্রুপ
তফাত তফাৎ
তরংগ তরঙ্গ
তর্জনি তর্জনী
তষ্কর তস্কর
তাঁতী তাঁতি
তাছাড়া তা ছাড়া
তাহলে তা হলে [তাহা হইলে এর চলিত রূপ]
তাবত তাবৎ
তিতীক্ষা তিতিক্ষা
তিরষ্কার তিরস্কার
তিনতলা তে-তলা (সে থাকে তে-তলায়)
তো (আমিতো এ-কথা বলি নি)
তেজ্য/ত্যজ্য ত্যাজ্য (ত্যাজ্যপুত্র)
ত্রান ত্রাণ
ত্রিভূজ ত্রিভুজ
তরান্বিত ত্বরান্বিত
তরিত/ত্বরিৎ ত্বরিত
থুত্থুরে থুত্থুড়ে (থুত্থুড়ে বুড়ো)
দক্ষিন দক্ষিণ
দন্ডবত দণ্ডবৎ
দরকারী দরকারি
দরুণ দরুন (কিন্তু দারুণ)
দশ জন [মানুষজন অর্থে] দশজন (যেমন- দশজনে কী বলবে, ভেবেছ?]
[দশ ব্যক্তি অর্থে] দশজন দশ জন (যেমন- মিটিংয়ে লোক কোথায়? মাত্র দশ জন বসে আছে।)
দস্তুর মতো দস্তুরমতো
দাদী দাদি
দাবী দাবি
দামী দামি
দারিদ্রতা দারিদ্র্য (কিন্তু দরিদ্রতা)
দারুন দারুণ (কিন্তু দরুন)
দেই দিই (প্রদান করি অর্থে)
দিকভ্রম, দিকভ্রান্ত দিগভ্রম, দিগ্ভ্রান্ত

 

দীঘি, দিঘী দিঘি
দিকনির্ণয় দিঙ্নির্ণয়
দিক্নির্দেশ, দিক্নির্দেশনা দিঙ্নির্দেশ, দিঙ্নির্দেশনা
দিশারী দিশারি
দিক্ষা দীক্ষা
দীর্ঘজীবি দীর্ঘজীবী
দীর্ঘ দিন, দীর্ঘ কাল দীর্ঘদিন, দীর্ঘকাল [অনেক দিন অর্থে]
দীর্ঘসূত্রি, দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্রতা (কিন্তু দীর্ঘসূত্রী)
দুপুর বেলা দুপুরবেলা
দুরাবস্থা দূরবস্থা
দূরারোগ্য দূরারোগ্য
দুড় দুড় দুরুদুরু (যেমন- দুরুদুরু বক্ষে)
দুরুহ দুরূহ
দূর্গ দুর্গ
দুর্গা দূর্গা
দূর্ঘটনা দুর্ঘটনা
দুষ্কৃতিকারী দুষ্কৃতকারী
দুত, দূতবাস দূত, দূতাবাস
দূরবীক্ষন দূরবীক্ষণ
দূরবীণ দূরবীন
দুর্বা ঘাস দূর্বা ঘাস
দোষনীয় দূষণীয় (অথবা দূষ্য)
দৃকপাত দৃক্পাত
দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ়প্রতিজ্ঞ
দৃঢ়করণ, দৃড়ভূত হওয়া দৃঢ়ীকরণ, দৃঢ়ীভূত হওয়া
দৃষ্টিকোন দৃষ্টিকোণ
দৃষ্ঠিভঙ্গী দৃষ্টিভঙ্গি
দেয়া, দেয়া-নেয়া দেওয়া, দেওয়া-নেওয়া
দেদীপ্যমাণ দেদীপ্যমান
দেরী দেরি
দৈন্যতা দৈন্য/দীনতা
দুষ দোষ
দৌরাত্ম দৌরাত্ম্য
দ্বন্দ দ্বন্দ্ব
দ্বিতীয়তঃ দ্বিতীয়ত
ধন্য বাদ ধন্যবাদ
ধরণ ধরন
ধরণধারণ ধরনধারণ

 

ধর্ম শালা ধর্মশালা
ধ্বস ধস
ধ্বস্তাধ্বস্তি ধস্তাধস্তি
ধাঁধাঁ ধাঁধা
ধারন ধারণ
এ ধরণের এ ধরনের
ধারনা ধারণা
ধারে কাছে ধারেকাছে
ধূলা ধুলা/ধুলো/ধুলি
ধুমপান ধূমপান
ধুর্ত ধূর্ত
ধুলি/ধূলা ধূলি/ধুলা
ধুলিস্যাৎ ধূলিসাৎ (কিন্তু নস্যাৎ)
ধুসর ধূসর
ধজা ধ্বজা
ধ্বনী ধ্বনি
নগন্য নগণ্য
নচেত নচেৎ
নচ্ছাড় নচ্ছার
নড়া চড়া নড়াচড়া
নোতুন নতুন (কিন্তু নূতন)
নদি নদী
নবীণ নবীন
নভোচর নভশ্চর
নমষ্কার নমস্কার
নয় তো নয়তো
নাড়া চাড়া নাড়াচাড়া
নানী নানি
নাম ডাক নামডাক
নেই নিই (আমি নিই)
নিক্কন নিক্কণ
নীচু নিচু
নীচে নিচে
নীজ নিজ
নিদারুন/দারুন নিদারুণ/দারুণ
নিন্দ্যনীয় নিন্দনীয়
নীবিড়ভাবে/নিবীড়ভাবে নিবিড়ভাবে
নীরলস নিরলস

 

নিরহাঙ্করী নিরহঙ্কার
নীরাপত্তা নিরাপত্তা
নীরিক্ষণ/নীরিক্ষা নিরীক্ষণ/নিরীক্ষা
নিরুপন নিরূপণ
নির্নয় নির্ণয়
নির্দোষী নির্দোষ
নির্ধনী নির্ধন
নির্দ্ধারণ নির্ধারণ
নির্ণিমেষ নির্নিমেষ
নির্ভিক নির্ভীক
নির্মীত নির্মিত
নিয়মিতকরণ নিয়মিতকরণ
নিষেধ নিষেধ
নিস্কাশন নিষ্কাশন
নিষ্ক্রীয় নিষ্ক্রিয়
নিষ্প্রোজন নিষ্প্রয়োজন
নিচ নীচ (হীন অর্থে)
ণীড় নীড়
নিরব নীরব
নিরস নীরস
নিরোগ নীরোগ
নিহারীকা নীহারিকা
নুতন নূতন (কিন্তু নতুন) [বর্তমানে নূতন এর প্রয়োগ হয় না]
নুপুর নূপুর
নেয়া নেওয়া (নে’য়া)
নৈ:শব্দ নৈঃশব্দ্য
ন্যয্য ন্যায্য
ন্যয় ন্যায়
নূন্য, নূন্যতম, নূন্যপক্ষে ন্যূন, ন্যূনতম, ন্যূনপক্ষে
পক্ক পক্ব
পংক্তি/পঙ্তি পঙ্ক্তি
পংক, পংকজ পঙ্ক, পঙ্কজ
পছন্দ সই পছন্দসই
পড়শী পড়শি
পড়াশুনা পড়াশোনা/পড়াশুনো
পন পণ
পণ প্রথা পণপ্রথা
পন্ডিতমন্যতা, হীনমন্যতা পন্ডিতম্মন্যতা/ হীনম্মন্যতা

 

পন্য পণ্য
পথিকৃত পথিকৃৎ
পথমধ্যে পথিমধ্যে
পদধুলি পদধূলি
পদবী পদবি
পণির, পনীর পনির
পর দিন, পর মুহূর্ত পরদিন, পরমুহূর্ত
পরবর্তীতে পরবর্তী কালে/পরবর্তী সময়ে
পরমানু পরমাণু
পরষ্পর পরস্পর
পড়া (কাপড়) পরা (কাপড় পরা, কিন্তু বই পড়া)
পরান্মুখ পরাম্মুখ
পরামর্শ মতো পরামর্শমতো
পরাস্থ পরাস্থ
পরিনাম পরিণাম
পরিবহণ পরিবহন
পরিমান পরিমাণ
পরিষদ/পর্ষদ পরিষদ/পর্ষদ্/পরিষৎ/পর্ষৎ
পরিস্কার পরিষ্কার
পুরষ্কার পুরস্কার
পরীক্ষা-নীরিক্ষা পরীক্ষা-নিরীক্ষা
পন্ডাদপট, পন্ডাদপদ পন্ডাৎপট, পন্ডাৎপদ
পন্ডাৎগামী পন্ডাদ্গামী
পন্ডাৎভূমি পন্ডাদ্ভূমি
পাবার পাওয়ার
পাখী পাখি
পার পাড় (যেমন- পুকুরের পাড়)
পাড় [তীর অর্থে] পার (যেমন- নদীর পার)
পারদর্শীতা পারদর্শিতা
পারমানবিক পারমাণবিক
পার্বন পার্বণ
পালংক পালঙ্ক
পি.এইচ.ডি/পি-এইচ.ডি. পিএইচ.ডি.
পিপিলিকা পিপীলিকা
পিচাশ পিশাচ
পিসী পিসি
পিঠস্থান পীঠস্থান
পীড়াপিড়ি পীড়াপীড়ি

 

পুংখানুপুংখ পুঙ্খানুপুঙ্খ
পূজো পুজো/পুজা
পুন্য পুণ্য (কিন্তু পূর্ণ)
পুণর্গঠন/পূর্ণগঠন পুনর্গঠন
পুণবিবেচনা পুনর্বিবেচনা
পূব পুব (যেমন- পুব দিক, পুবের হাওয়া)
পূবালী পুবালি/পুবালী
পৌরসভা পুরসভা/পৌর সভা
পুরষ্কার পুরস্কার
পুস্তরিনী পুষ্করিণী
পুর্ন পূর্ণ (কিন্তু পুণ্য)
পূর্বাহ্ন পূর্বাহ্ন
পৃথকীকরণ পৃথক্করণ (পৃথকীকরণও ব্যবহার করা চলে)
পৃথকন্ন/পৃথকান্ন পৃথগন্ন (একান্নবর্তী নয় এমন অর্থে)
পেপে/পেঁপেঁ পেঁপে
পৈত্রিক পৈতৃক
পোষাক পোশাক
পৌঁছে (যেমন- সে পৌঁছে, ট্রেন পৌঁছে ইত্যাদি) পৌঁছয় (যেমন- ট্রেন পৌঁছয়)
পৌরহিত্য পৌরোহিত্য
প্রজ্জলন, প্রজ্জলিত প্রজ্বলন, প্রজ্বলিত
প্রণয়ন প্রণয়ন
প্রনালী প্রণালী
প্রনিধান প্রণিধান
প্রতিকুল প্রতিকূল
প্রতিনিধি দল প্রতিনিধিদল
প্রতিযোগীতা প্রতিযোগিতা
প্রতিশ্রুতিবান প্রতিশ্রুতিমান
প্রত্যয়ণ প্রত্যয়ন
প্রথমত: প্রথমত
প্রধানত: প্রধানত
প্রবীন প্রবীণ
প্রবহমাণ প্রবহমান
প্রভুত প্রভূত
প্রয়ান প্রয়াণ
প্রশাসনিক ভবন প্রশাসন-ভবন
প্রশাসনিক প্রাশাসনিক
প্রসংশা প্রশংসা
প্রসমন প্রশমন

 

প্রশস্থ প্রশস্থ
প্রসংগ প্রসঙ্গ
প্রাংগন/প্রাঙ্গন প্রাঙ্গণ
প্রাণপন প্রাণপণ
প্রানীজগৎ প্রাণিজগৎ
প্রানীবিদ্যা প্রাণিবিদ্যা
প্রাত:রাশ প্রাতরাশ
প্রিয়ম্বদা প্রিয়ংবদা
প্রিয়তমাষু প্রিয়তমাসু (মহিলার ক্ষেত্রে)
প্রিয়তমেসু প্রিয়তমেষু (পুরুষের ক্ষেত্রে)
প্রিয়ভাজন প্রীতিভাজন
প্রোজ্জল/প্রোজ্বল প্রোজ্জ্বল
ফনা ফণা
ফলশ্রুতি ফল/শেষ ফল/ফলাফল
ফলপ্রসু ফলপ্রসূ
ফলত: ফলত
ফাল্গুণ ফাল্গুন
ফুর্ত্তি ফুর্তি (তবে স্ফূর্তি)
ফেণ, ফেণা ফেন, ফেনা
ফেব্রুয়ারী ফেব্রুয়ারি
বংকিম বঙ্কিম
বংগ বঙ্গ
বক্ষমান বক্ষ্যমাণ
বক্ষস্থল বক্ষঃস্থল
বড় লোক/বড়ো লোক বড়লোক (ধনী অর্থে)
বনিক বণিক
বন্টন বণ্টন
বৎস্য বৎস
বন ভোজন বনভোজন
বনষ্পতি বনস্থতি
বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়
বয়োকনিষ্ট বয়ঃকনিষ্ঠ
বয়ষ্ক বয়স্ক
বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ
বর্জ পদার্থ বর্জ্য পদার্থ
বর্ণালী বর্ণালি
বর্ত্তমান বর্তমান
বর্ষন বর্ষণ

 

বর্ষীয়াণ বর্ষীয়ান
বশম্বদ বংশবদ
বস্তুতঃ বস্তুত
বহির্মুখি বহির্মুখী
বহুতলা ভবন বহুতল ভবন
বাঁশী বাঁশি
বাকী বাকি
বাসকো/বাস্কো বাক্স
বাকযুদ্ধ বাগ্যুদ্ধ
বাঞ্চনীয় বাঞ্ছনীয়
বাঞ্চা/বাঞ্ছা বাঞ্জা
বাড়ী বাড়ি
বাদুর বাদুড়
বানিজ্য বাণিজ্য
বারম্বার, বার বার বারংবার, বারবার
বিকেল বেলা বিকেলবেলা
বারন বারণ
বাসী বাসি
বিদুষক বিদূষক
বিদূষী বিদুষী
বিদ্বৎসমাজ/বিদ্ব্যৎসমাজ বিদ্বৎসমাজ
বিদ্যান বিদ্বান
বিধি বহির্ভুত বিধিবহির্ভুত
বিপদজনক বিপজ্জনক
বিপনন বিপণন
বিপনী/বিপণী বিপণি
বিপদপাত বিপৎপাত
বিপদগ্রস্থ বিপদ্গ্রস্থ
বিবাদমান বিবদমান
বিভিষিকা বিভীষিকা
বিভুতিভূষণ বিভূতিভূষণ
বিশেষতঃ বিশেষত
বিশ্বজিত বিশ্বজিৎ
বিষ্ফোরণ বিস্ফোরণ
বীভৎস্য বীভৎস
বুড়ী বুড়ি
বুদ্ধিজীবি বুদ্ধিজীবী
বুভূক্ষু বুভুক্ষু

 

বেলোয়াড়ি বেলোয়ারি
বেশী বেশি
বৈচিত্র বৈচিত্র্য
বিদ্যুতীকরণ বৈদ্যুতীকরণ
বৈশিষ্ট বৈশিষ্ট্য
বোধ করি, বোধ হয় (সম্ভবত অর্থে) বোধ করি, বোধ হয়
বউভাত বৌভাত
ব্যাতিক্রম ব্যতিক্রম
ব্যাথা ব্যথা
ব্যাবধান ব্যবধান
ব্যাবসা ব্যবসা
ব্যাবহার ব্যবহার
ব্যাভিচার, ব্যাভিচারী ব্যভিচার, ব্যাভিচারী
ব্যায় ব্যয়
ব্যার্থ ব্যর্থ
ব্যকরণ ব্যাকরণ
ব্যাংক ব্যাঙ্ক (তবে ব্যাংক বানানই বর্তমানে প্রচলিত)
ব্যপক ব্যাপক
ব্যাপি ব্যাপী
ব্যহত ব্যাহত
বুৎপত্তি ব্যুৎপত্তি
ব্রাক্ষণ ব্রাহ্মণ
ভংগ ভঙ্গ
ভংগী/ভঙ্গী ভঙ্গি
ভংগুর ভঙ্গুর
ভনিতা ভণিতা
ভবিষ্যত ভবিষ্যৎ
ভবিষ্যৎবাণী ভবিষ্যদ্বাণী
ভরনপোষণ ভরণপোষণ
ভর্ত্তি ভর্তি
ভষ্ম ভস্ম
ভষ্মীভূত ভস্মীভূত
ভাঙ্গাচোরা, ভেঙেচুরে ভাঙাচোরা, ভেঙেচুরে
ভাণ ভান
ভারী ভারি (অত্যন্ত অর্থে)
ভারি ভারী (ওজনদার, ভার অর্থে)
ভালোবাসা ভালবাসা (প্রেম-অর্থে)
ভালোমতো ভালো মতো

 

ভাল ভালো [মন্দের বিপরীত অর্থে]
ভাল বাসা ভালো বাসা (একটা ভালো বাসা পেয়েছি)
ভাষ্কর ভাস্কর
ভিখারী ভিখারি
ভীড় ভিড়
ভিৎ ভিত
ভীতু ভিতু
ভিরু ভীরু
ভুড়ি ভুঁড়ি
ভূজ ভুজ (ত্রিভুজ, দশভুজা)
ভূবন ভুবন
ভূল ভুল
ভূল বশতঃ ভুলবশত
ভুত ভূত
ভুতপূর্ব ভূতপূর্ব
ভুমিষ্ট ভূমিষ্ঠ
ভুয়সী ভূয়সী
ভুরিভুরি ভূরিভূরি (প্রচুর অর্থে)
ভুরিভোজন ভূরিভোজন
ভোর বেলা ভোরবেলা
ভৌগলিক ভৌগোলিক
ভ্রমন ভ্রমণ
ভ্রাতিত্ব ভ্রাতৃত্ব
ভ্রাম্যমান ভ্রাম্যমাণ
ভ্রুক্ষেপ ভ্রুক্ষেপ
মজগ মগজ
মজুরী মজুরি
মনচ মঞ্চ
মনজরী মঞ্জুরী
মঞ্জরী, মঞ্জুরী মঞ্জুর, মঞ্জুরি
মৎস মৎস্য
মত মতো
মধুসুদন মধুসূদন
মধ্যস্থ, মধ্যস্থতা মধ্যস্থ, মধ্যস্থতা
মধ্যাহ্ন মধ্যাহ্ন
মনকষ্ট/মনোকষ্ট মনঃকষ্ট
মনক্ষুণ্ন /মনোক্ষুণ্ন মনঃক্ষুণ্ন
মণিহারী দোকান মনিহারী দোকান

 

মণিষা মনীষা
মনিষী/মনীষি মনীষী
মনমতো মনোমতো/পছন্দসই অর্থে
মনমালিন্য মনোমালিন্য
মন্ত্রনালয় মন্ত্রণালয়
মন্ত্রী পরিষদ/মন্ত্রীমণ্ডলী/মন্ত্রীসভা মন্ত্রিপরিষদ/মন্ত্রিমণ্ডলী/মন্ত্রিসভা
ময়ুর ময়ূর
মরিচিকা/মরিচীকা মরীচিকা
মরুদ্যান মরূদ্যান
মর্ত্য জীবন, মর্ত লোক মর্তজীবন, মর্তলোক
মশারী মশারি
মসী, মসীজীবী মসি, মসিজীবী
মস্তিস্ক মস্তিষ্ক
মহত্ত্বর/মহত্বর মহত্তর
মহত্ত/মহত্য/মহত্ব মহত্ত্ব
মহামতী মহামতি (কিন্তু শ্রীমতী)
মহামারি মহামারী
মহিয়সী মহীয়সী
মাংশ, মাংশাশী/মাংশাসী মাংস, মংসাশী
মাজা ঘষা করা মাজাঘষা করা
মাঝ রাত মাঝরাত
মাঝে মধ্যে মাঝেমধ্যে
মাড়ি (দাঁতের) মাঢ়ী
মানিক্য মাণিক্য (কিন্তু মানিক)
মাথা মোটা মাথামোটা (বোকা অর্থে)
মাননীয়েসু মাননীয়াসু (মহিলার ক্ষেত্রে)
মাননীয়েসু মাননীয়াষু (পুরুষের ক্ষেত্রে)
মানষিকতা মানসিকতা
মানান সই মানানসই
মাণিক মানিক
মার ধর, মার পিট মারধর, মারপিট
মাসী মাসি
মাহাত্য/মাহত্ব/মাহাত্ম মাহাত্ম
মিতালী মিতালি
মিমাংসা মীমাংসা
মুখস্ত মুখস্থ
মূখ্য মুখ্য
মুদ্রন, মুদ্রায়ন মুদ্রণ, মুদ্রায়ণ

 

মুণিঋষি মুনিঋষি
মুমুর্ষু মুমূর্ষু
মুষ্ঠি মুষ্টি
মুহূর্মুহু মুহুর্মুহু
মুত্র মূত্র
মুর্খ মূর্খ
মুর্তি মূর্তি
মূল্যায়ণ মূল্যায়ন
মৃন্ময়, মৃন্ময়ী মৃন্ময়, মৃন্ময়ী
মুজো মোজা
মোটামোটি মোটামুটি
মুহ্যমান/মূহ্যমান মোহ্যমান
মৌনতা মৌন
মউমাছি মৌমাছি
মৃয়মান ম্রিয়মাণ
যক্ষা যক্ষ্মা
যতো যত
যত না যত
যথাযত যথাযথ
যথেষ্ঠ যথেষ্ট
যদ্যাপি যদ্যপি
যন্ত্রনা যন্ত্রণা
যশলাভ যশোলাভ
যাত্রি যাত্রী
যাবত যাবৎ
যীশুখৃষ্ট যিশুখ্রিষ্ট
য্যানো যেন
জোগান দেওয়া, জোগানো যোগান দেওয়া, যোগানো
রংগ রঙ্গ
রংগালয় রঙ্গালয়
রঙ্গিণ/রঙিণ রঙ্গিন/রঙিন
রথি রথী
রাংগামাটি রাঙ্গামাটি
রাজী (সম্মতি অর্থে) রাজি
রাত্রি বেলা রাত্রিবেলা (তবে রাতের বেলা)
রুগ্ন রুগ্ণ
রাষ্ট্রীক রাষ্ট্রিক
রাষ্ট্রিয় রাষ্ট্রীয়

 

রুচিবান লোক রুচিমান লোক
রুপালি/রূপালি রূপোলি/রূপালী
রূপায়ন রূপায়ণ
রেশারেশি রেষারেষি
রোপন রোপণ
রিশ্কা রিকশা
লংকা লঙ্কা
লংঘন লঙ্ঘন
লক্ষ লক্ষ (উদ্দেশ্য অর্থে)
লক্ষ্য করা/লক্ষ্য রাখা লক্ষ করা/লক্ষ রাখা
লক্ষন/লক্ষ্যন/লক্ষ্যণ লক্ষণ (চিহ্ন অর্থে) লক্ষ্মণ (রামের ভাই)
লক্ষ্যণীয় লক্ষণীয়
লক্ষী লক্ষ্মী (লক্ষ্মী মেয়ে)
লক্ষীবাজার লক্ষ্মীবাজার
লঘুকরণ লঘূকরণ
লজ্জাষ্কর/লজ্জাস্কর লজ্জাকর
লজ্জা, শরম লজ্জাশরম
লবন লবণ
লাইব্রেরী লাইব্রেরি
লাবন্য লাবণ্য
লীগ লিগ (মুসলিম লিগ, আওয়ামি লিগ)
লিখক লেখক
সথ শখ
শংকা, শংকিত শঙ্কা, শঙ্কিত
সনাক্ত শনাক্ত
স্মরণাপন্ন শরণাপন্ন
শরীক শরিক
সর্ত শর্ত
শশাংক শশাঙ্ক
শষ্য শস্য
শহীদ শহিদ (শহিদ বুদ্ধিজীবী)
শাড়ী শাড়ি
শারীরীক শারীরিক
শ্বাশুড়ি/শাশুড়ী শাশুড়ি
শ্বাশত শাশ্বত
শিক্ষক মণ্ডলী শিক্ষকমণ্ডলী
শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গণ
শিক্ষাদিক্ষা শিক্ষাদীক্ষা

 

শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠান
শিরচ্ছেদ শিরশ্ছেদ
শিরধার্য শিরোধার্য
শিরনাম শিরোনাম
শিরমণি শিরোমণি
শিশু রোগ বিশেষজ্ঞ শিশুরোগ-বিশেষজ্ঞ
শীষ শিষ (অর্থ- শিখা; মঞ্জরী)
শুধু মাত্র শুধুমাত্র
শুভাকাংখী/শুভাকাঙ্খী শুভাকাক্সক্ষী
শুশ্রুষা শুশ্রু্ষা
শূণ্য শূন্য
শৃংখল, শৃংখলা/শৃক্সক্ষলা শৃঙ্খল, শৃঙ্খলা
শৈলকুপা শৈলকূপা
সৌখিন শৌখিন
শ্রদ্ধাঞ্জলী শ্রদ্ধাজলি
শ্রদ্ধাভাজনীয় শ্রদ্ধাভাজন
শ্রদ্ধাষ্পদ শ্রদ্ধাস্পদ
শ্রদ্ধাষ্পদেসু শ্রদ্ধাস্পদেষু [পুরুষের ক্ষেত্রে]
শ্রমজীবি শ্রমজীবী
শ্রাবন শ্রাবণ
শ্রীমতি শ্রীমতী
শ্রেয়ষ্কর শ্রেয়স্কর
শ্রেষ্ট শ্রেষ্ঠ
শশুর শ্বশুর
শশ্মান শ্মশান
ষড়যন্ত্র ষড়যন্ত্র
ষষ্ট ষষ্ঠ
ষষ্টীচরণ ষষ্ঠীচরণ
ষান্মাসিক ষাণ্মাসিক
ষষ্ঠদশ ষোড়শ
সংগা/সঙ্গা সংজ্ঞা
সম্বৎসর সংবৎসর
সম্বরণ সংবরণ
সম্বর্ধনা/সম্ভর্ধনা সংবর্ধনা
সম্বলিত সংবলিত
শংস্রব সংস্রব
সকাল বেলা সকালবেলা
সখ্যতা সখ্য

 

সংঙ্গিন/সঙ্গীন সঙ্গিন (তার অবস্থা সঙ্গিন)
সংগী, সংগে, সংগে সংগে সঙ্গী, সঙ্গে, সঙ্গে সঙ্গে
স্বচ্ছল সচ্ছল (কিন্তু স্বচ্ছন্দ)
সতীন সতিন
সত্তেও/সত্বেও সত্ত্বেও
সত্যজিত সত্যজিৎ
সদ্যস্নাত/সদ্যোস্নাত সদ্যঃস্নাত
সদ্যজাত সদ্যোজাত
সন্ধা সন্ধ্যা, সন্ধে
সন্ধ্যা বেলা/সন্ধে বেলা সন্ধ্যাবেলা/সন্ধেবেলা
সন্যাস, সন্যাসী সন্ন্যাস, সন্ন্যাসী
স্বপক্ষে সপক্ষে
স্বপরিবারে সপরিবারে
সব কিছু সবকিছু
সব চাইতে, সব চেয়ে সবচাইতে, সবচেয়ে
সব শেষে সবশেষে
সব সময় সবসময়
সময় মতো সময়মতো
সমাপ্ত প্রায় সমাপ্তপ্রায়
সমীচিন সমীচীন
সমুদ্র সৈকত সমুদ্রসৈকত
সমৃদ্ধশালী সমৃদ্ধিশালী, সমৃদ্ধ
সন্মত সম্মত
সন্মান সম্মান
সন্মানীয়/সম্মানীয় সম্মাননীয়
সন্মানীত সম্মানিত
সন্মুখ সম্মুখ
সন্মুখীন/সন্মুখিন সম্মুখীন
সন্মেলন সম্মেলন
সরকারী সরকারি
সরণী সরণি
স্বরস্বতী, স্বারস্বত সরস্বতী, সারস্বত
কনিষ্ঠতম সর্বকনিষ্ঠ
সর্বোতভাবে সর্বতোভাবে
শ্রেষ্ঠতম সর্বশ্রেষ্ঠ
সর্বাঙ্গীন সর্বাঙ্গীণ
সর্বান্তকরণে সর্বান্তকরণে
সলজ্জিত সলজ্জ

 

সশংকিত/সশঙ্কিত/সংশক সশঙ্ক
স্বস্ত্রীক সস্ত্রীক
সহকারীগণ, সহকারীবৃন্দ সহকারিগণ, সহকারিবৃন্দ
সহকারি সহকারী (অথচ সরকারি)
সহাস্য বদন, সহাস্য মুখ সহাস্যবদন, সহাস্যমুখ
সাঁঝ বেলা সাঁঝবেলা (কিন্তু সাঁঝের বেলা)
সাড়াশী, সাঁরাশি সাঁড়াশি
সাংগ সাঙ্গ (সমাপ্ত অর্থে)
সাংগীকরণ, সাংগীকৃত সাঙ্গীকরণ, সাঙ্গীকৃত
স্বাক্ষর সাক্ষর
সাক্ষাত সাক্ষাৎ (কিন্তু সাক্ষাতে)
সাক্ষাতকার সাক্ষাৎকার
সাধারন সাধারণ
সান্তনা সান্ত্বনা
সাফল্য মন্ডিত সাফল্যমণ্ডিত
সামগ্রীক সামগ্রিক
সামর্থ সামর্থ্য
সারাজীবন, সারাদিন, সারাদেশ সারা জীবন, সারা দিন, সারা দেশ ইত্যাদি
স্বার্থক, স্বার্থকতা সার্থক, সার্থকতা
সার্বভৌম্য সার্বভৌম
সাহিত্য কর্ম সাহিত্যকর্ম
ছালাম সালাম
শিঁড়ি সিঁড়ি
সুঁচ/সূচ সুচ (কিন্তু সুঁই, ছুঁচ)
সুতী/সূতি সুতি/সুতো
শুদ্ধ [সমেত অর্থে] সুদ্ধ (সবসুদ্ধ, দেশসুদ্ধ লোক)
সুধি, সুধিগণ, সুধিবর্গ, সুধিবৃন্দ সুধী, সুধীগণ, সুধীবর্গ, সুধীবৃন্দ
সুরুচী সুরুচি
সুষ্টু সুষ্ঠু
সুস্থ্য সুস্থ (কিন্তু স্বাস্থ্য)
সুক্ষ্ম/সূক্ষ সূক্ষ্ম
সূচী, সূচীপত্র সূচি, সূচিপত্র
সুত্রাপুর সূত্রাপুর
সেই সঙ্গে সেইসঙ্গে
সৌজন্যতা সৌজন্য
সোন্দর্য/সৌন্দর্য্য সৌন্দর্য
স্তপ স্তূপ
স্থায়ীভাবে স্থায়িভাবে

 

স্থুল স্থূল
স্নেহাষ্পদ স্নেহাস্পদ
স্পষ্ট বক্তা স্পষ্টবক্তা
সচ্ছন্দ, সাচ্ছন্দ্য স্বচ্ছন্দ, স্বাচ্ছন্দ্য
স্বতোসিদ্ধ স্বতঃসিদ্ধ
সতন্ত্র স্বতন্ত্র
স্বতঃবিরোধ স্বতোবিরোধ
স্বত্তাধিকারী স্বত্বাধিকারী
স্বয়ংক্রীয় স্বয়ংক্রিয়
স্বয়ম্বর সভা স্বয়ংবর সভা
সস্তি/সস্তি স্বস্তি
সাক্ষর (দস্তখত অর্থে) স্বাক্ষর (চিঠিতে কারোর স্বাক্ষর নেই)
স্বাধীকার স্বাধিকার
স্বায়ত্ত্বশাসন স্বায়ত্তশাসন
সাস্থ্য স্বাস্থ্য
স্মরণিকা/স্মরণীকা স্মরণিকা
স্রোতঃস্বতী স্রোতস্বতী
হটাৎ/হঠাত হঠাৎ
হলো/হলো/হোল হল
হা করা হাঁ করা
হাতড়ানো, হাতড়ে হাঁতড়ানো, হাঁতড়ে
হাথ হাত
হাসি, খুশি হাসিখুশি (লোকটা বেশ হাসিখুশি)
হৃদপিণ্ড হৃৎপিণ্ড
হীনমন্যতা হীনম্মন্যতা
হৃদস্পন্দন হৃৎস্পন্দন
হৃৎরোগ হৃদরোগ
হোমড়াচোমড়া/হোমরা চোমরা হোমরাচোমরা
হাহাশাস হাহাশ্বাস

Leave a Comment

error: Content is protected !!