জাকির হোসেন রাজু (জন্ম: ১৫ জানুয়ারি, ১৯৬৪) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করে থাকেন। তিনি প্রথম পরিচালক তোজাম্মেল হক বকুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। জীবন সংসার তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।
তিনি মূলত নাট্য-রোমান্টিকধর্মী চলচ্চিত্র পরিচালনা করে থাকেন। ২০১২ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
জাকির হোসেন রাজু
|
|
---|---|
![]() |
|
জন্ম |
জাকির হোসেন রাজু
১৫ জানুয়ারি ১৯৬৪ খুনেরচর, কালকিনী, মাদারীপুর জেলা, বাংলাদেশ
|
বাসস্থান | ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্য নাম | রাজু |
শিক্ষা | সাংবাদিকতা |
যেখানের শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, লেখক |
কার্যকাল | ১৯৯৩–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম
|
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না |
সন্তান | এক মেয়ে |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাচসাস চলচ্চিত্র পুরস্কার |
প্রাথমিক জীবন
জাকির হোসেন রাজু ১৯৬৪ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনী উপজেলার খুনেরচরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে পড়াশুনা করেন।
চলচ্চিত্র জীবন
জাকির হোসেন রাজু চলচ্চিত্রে আসেন বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রের পরিচালক তোজাম্মেল হক বকুলের সহকারী হিসেবে।
এছাড়া চলচ্চিত্রকার দিলীপ সোমের সহকারী হিসেবে কাজ করেছেন দোলা চলচ্চিত্রে। পরিচালক হিসেবে তার প্রথম কাজ সালমান শাহ-শাবনূর জুটির জীবন সংসার। ১৯৯৭ সালে পরিচালনা করেন এ জীবন তোমার আমার। এতে অভিনয় করেন রিয়াজ ও পূর্ণিমা।
২০০১ সালে তার নিজের লেখা গল্প নিয়ে নির্মাণ করেন মিলন হবে কত দিনে ও নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি। এ দুটি চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় জুটি রিয়াজ ও শাবনূর।
২০০৭ সালে পরিচালনা করেন শাকিব খান ও পূর্ণিমাকে নিয়ে মা আমার স্বর্গ। এছাড়া শাকিব খান ও অপু বিশ্বাস জুটিকে নিয়ে নির্মাণ করেন স্বামীর সংসার (২০০৭) এবং মনে প্রানে আছো তুমি (২০০৮)।
২০০৯ সালে পরিচালনা করেন শাকিব খান-বিদ্যা সিনহা সাহা মীমকে নিয়ে আমার প্রাণের প্রিয়া। চলচ্চিত্রটি ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়।
২০১০ সালে নির্মাণ করেন শাকিব খান-অপু বিশ্বাস-রুমানাকে নিয়ে ত্রিভুজ প্রেমের ছায়াছবি ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
পরবর্তীতে ২০১২ সালে নিজের লেখা জ্বী হুজুর চলচ্চিত্র পরিচালনা করেন। এতে অভিনয় করেন অভিষিক্ত দুই অভিনেতা ও অভিনেত্রী সায়মন সাদিক ও সারা জেরিন।
২০১৩ সালে নির্মাণ করেন পোড়ামন ও এর বেশি ভালোবাসা যায় না। সায়মন সাদিক-মাহিয়া মাহী জুটির পোড়ামন চলচ্চিত্রটি দর্শক সমাদৃত হয়। পরের বছর ২০১৪ সালে নির্মাণ করেন দবির সাহেবের সংসার ও অনেক সাধের ময়না। কমেডি ধাঁচের দবির সাহেবের সংসার ছায়াছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন আলীরাজ ও অন্যান্য ভূমিকায় অভিনয় করেন মাহি, বাপ্পি ও ইমরোজ। প্রথমে সায়মনের অভিনয় করার কথা থাকলেও পরিচালক রাজু ও প্রযোজক আব্দুল আজিজের সাথে মনোমালিন্যের কারণে তাকে বাদ দিয়ে আরেক অভিনেতা ইমরোজকে নিয়ে চলচ্চিত্রটি সম্পূর্ণ করেন।
অন্যদিকে অনেক সাধের ময়না ছায়াছবিতে ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ময়নামতি ছায়াছবিতে ব্যবহৃত নন্দিত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার রচিত “অনেক সাধের ময়না আমার” গানটি সূচনা সঙ্গীত হিসেবে ব্যবহার করলেও তার নাম উল্লেখ না করায় তার কাছে ক্ষমা চান রাজু।
২০১৬ সালে মুক্তি পায় চার্লি চ্যাপলিনের সিটি লাইট্স চলচ্চিত্রের ছায়া অবলম্বনে নির্মিত অনেক দামে কেনা। আবদুল্লাহ জহির বাবু রচিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন বাপ্পি, মাহী ও ডিপজল। এবছর আরও পরিচালনা করেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নিয়তি। এতে অভিনয় করেন আরিফিন শুভ ও ফাল্গুনী রহমান জলি। এটি প্রথম যৌথ প্রযোজনার চলচ্চিত্র যেখানে পরিচালক এবং প্রধান চরিত্রে অভিনেতা-অভিনেত্রী বাংলাদেশী।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় শুভ-ফারিয়া জুটির প্রেমী ও প্রেমী। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শুভ-তানহা-ইমরোজকে নিয়ে নির্মিত ভালো থেকো।
পুরস্কার
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ কাহিনীকার | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০) | বিজয়ী |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | বিজয়ী | |||
২০১৪ | বাচসাস চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০) | বিজয়ী |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | বিজয়ী |
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | পরিচালক | কাহিনীকার | চিত্র্যনাট্যকার | সংলাপ রচয়িতা | টীকা |
---|---|---|---|---|---|---|
১৯৯৬ | জীবন সংসার | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | প্রথম পরিচালিত চলচ্চিত্র |
১৯৯৭ | এ জীবন তোমার আমার | হ্যাঁ | হ্যাঁ | |||
২০০১ | মিলন হবে কত দিনে | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
২০০৭ | মা আমার স্বর্গ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
স্বামীর সংসার | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |||
২০০৮ | মনে প্রাণে আছ তুমি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
২০০৯ | আমার প্রাণের প্রিয়া | হ্যাঁ | হ্যাঁ | |||
২০১০ | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিজয়ী: বাচসাস চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা |
২০১২ | জ্বী হুজুর | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৩ | পোড়ামন | হ্যাঁ | হ্যাঁ | |||
এর বেশি ভালোবাসা যায় না | হ্যাঁ | হ্যাঁ | ||||
২০১৪ | দবির সাহেবের সংসার | হ্যাঁ | হ্যাঁ | |||
অনেক সাধের ময়না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |||
২০১৬ | অনেক দামে কেনা | হ্যাঁ | হ্যাঁ | |||
নিয়তি | হ্যাঁ | |||||
২০১৭ | প্রেমী ও প্রেমী | হ্যাঁ | ||||
২০১৮ | ভালো থেকো | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৯ | মনের মতো মানুষ পাইলাম না | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
প্রোফাইল
জাকির হোসেন রাজু ফটো
